December 12, 2024

বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশ অনুপ্রবেশ কারীদের বাংলায় ভোটার করতেই সি এ এ করতে দিদির অনীহা_মোদি

1 min read

বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশ অনুপ্রবেশ কারীদের বাংলায় ভোটার করতেই সি এ এ করতে দিদির অনীহা_মোদি

তপন চক্রবর্তী,রায়গঞ্জ,১৬ এপ্রিল:বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশের অনুপ্রবেশ কারীদের ভোটার তৈরি করার স্বার্থেই তৃণমূল সরকার সি এ এ করার বিরুদ্ধে কথা বলে।কিন্তু আইন তার পথেই চলবে।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে এসে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা বলেন।মোদি তার বক্তব্যে বলেন বাংলায় একটা ভ্রস্টাচারের সরকার চলছে।এরা কোন আইনের ধার ধারনা।তৃণমূলের গুণ্ডারাজদের শায়েস্তা করতে কেন্দ্রীয় এজেন্সি যখন সাহা জাহানদের মত তৃণমূলের দুষ্কৃতিকারীদের ধরতে যায় তখন

কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর ঝাপিয়ে পরে।এই সংস্কৃতি বাংলতেই সম্ভব।মোদি বলেন বিগত দশ বছরে মোদি যা দেখালো এটাতো শুধু ট্রেলার দেখানো হল।আসল ছবিতো সামনের পাঁচ বছরে দেখানো হবে বললে মোদীর কথায় সাধারন মানুষদের মধ্যে প্রচন্ড উচ্ছ্বাস দেখা যায়। তিনি বলেন গরীব,যুব ও নারী শক্তির জন্য বিজেপির উস্তাহারে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন।

যেমন দেশের প্রতিটি প্রান্তে বন্দে ভারত ট্রেন ,সুশাসনের জন্য এক দেশ এক ভোট এবং অভিন্য দেওয়ানির চালুর প্রতিশ্রুতি দেব।মোদি বলেন আগামী কাল দেশে নুতন উদ্যমে রাম নবমী পালন করতে চলেছে দেশ এই প্রথম। কারন এবার অযোধ্যায় রাম লালার উপস্থিতিতে আমরা রাম নবমীর উৎসব পালন করবো।তবে বাংলার মুখ্যমন্ত্রী বার বার তার বক্তব্যে দাঙ্গা শব্দ ব্যবহার করে চলেছেন।মনে হয় রাম নবমী উৎসব বানচাল করার একটা স্বরযন্ত্র হলেও হতে পারে।জানিনা কেন তিনি এসব কথা বলছেন? মোদির রায়গঞ্জ জনসভায় সাধারন মানুষের উপস্থিতি দেখে তিনি ভীষন খুশি।রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালকে বিপুল ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *