December 7, 2024

৪৫ সেকেন্ড জুড়ে কি কথা হলো নম ও কার্তিকের মধ্যে ?

1 min read

৪৫ সেকেন্ড জুড়ে কি কথা হলো নম ও কার্তিকের মধ্যে ?

তন্ময় চক্রবর্তী ঃ– ৪৫ সেকেন্ড জুড়ে কি কথা হলো মোদীজি ও কার্তিকের মধ্যে ? এই নিয়েই এখন গুঞ্জন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী, সমর্থক এবং আমজনতার মধ্যে। প্রখর  রোদ কে উপেক্ষা করে জেলার সাতটি বিধানসভা কেন্দ্র থেকে যখন প্রচুর মানুষ ভরা মঞ্চের সামনে অপেক্ষা করছে ঠিক তখনই মোদি  ও কার্তিকের  গোপন কথা  আগামী  দিনে   যে ম্যাজিকের  আকার ধারণ করবে  তা সময়  কথা  বলবে ।  ঘড়িতে বাজে তখন বিকাল চারটা। মঞ্চে তখন হাজির বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার থেকে আরম্ভ করে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল সহ  রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব।  ঠিক তখন অপেক্ষা মান জনতার সামনে মঞ্চে হাজির হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ।

আর সকলে তখন মঞ্চের নিচে ও উপর থেকে বলতে   থাকে  মোদি মোদি মোদি……।।। আর এই শুনেই খানিকটা সম্বিত হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সকলদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এবং করজোরে প্রণাম নিবেদন করলেন প্রধানমন্ত্রী। আর তখন মোদি মোদি আওয়াজ যেন ফেটে পড়ে সর্বত্র। এরপর তিনি মঞ্চে অন্যান্যদের মতন গিয়ে বসলেন ঠিক যেখানে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বসেছিলেন একেবারে তার পাশের চেয়ারে।

  এরপর হঠাৎই দেখা গেল মোদী প্রার্থী কার্তিক  এর পিঠে হাত চাপড়াতে। তিন তিন বার যখন তিনি প্রার্থী কার্তিক চন্দ্র পালের পিঠ চাপালেন তখন যেন মনে হচ্ছিল কার্তিক চন্দ্র পালকে আবেগে উৎফুল্ল হয়ে যেতে। এরপর তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে। পরে হঠাৎই প্রধানমন্ত্রীকে দেখা গেল কানে কানে কার্তিক চন্দ্র পালের দিকে কিছু কথা বলতে। আর প্রধানমন্ত্রীর কথার বেশ ভালোভাবেই উত্তরও দিতে দেখা গেল কার্তিক বাবুকে। সকলের প্রশ্ন,  কি বললেন প্রধানমন্ত্রী প্রার্থী কার্তিক চন্দ্র পাল কে  ? এ নিয়ে আমরা বিস্তর খোঁজখবর নিই। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি প্রধানমন্ত্রী নাকি প্রশ্ন করেন কার্তিক বাবুকে আপনার এলাকার পরিস্থিতি কেমন এবং আপনি কতটা আশাবাদী। এর উত্তরে কার্তিক বাবু বলেন আমার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গার মানুষ আপনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সকলেই আপনার জন্য পাগল হয়ে রয়েছে আজকের দিনে আপনাকে দেখতে। পরের উত্তরে কার্তিকবাবু নাকি বলেন এই আসনে বিজেপি জয়লাভ করে আপনাকে আমরা উপহার দিব। আমি আপনাকে ১০০ শতাংশ নিশ্চিত করছি। এই বলার পর আবারো কার্তিক বাবুর পিঠ চাপড়িয়ে তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী স্বয়ং।তবে যাই হোক না কেন আজকের দিনে   রায়গঞ্জের  দক্ষিণ গোয়ালপাড়া মাঠে লাখ লাখ মানুষের জনসমক্ষে মোদি কার্তিকের ম্যাজিকে ভর করে ভোট বাক্সে তার প্রভাব অনেকটাই পড়বে তা আগামী ৪ ঠা জুন ভোট বাক্স খুললেই বোঝা যাবে  ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *