কালিয়াগঞ্জ পৌর সভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কমিশনার নন্দ দুলাল দাস অবশেষে শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপিতে যোগদান
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কমিশনার নন্দ দুলাল দাস অবশেষে শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপিতে যোগদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ এপ্রিল:অবশেষে যা হবার তাই হল।উত্তে দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর নন্দ দুলাল দাস সোমবার ইসলামপুরের বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা গ্রহণ করে গেরুয়া শিবিরে যোগদান করেন।নির্দল কমিশনার নন্দ দুলাল দাস বিজেপিতে যোগদান করায় ১৭ সদস্যের কালিয়াগঞ্জ পৌর সভায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাড়ালো ৭জন।
ফলে এখন কালিয়াগঞ্জ পৌর সভায় তৃণমূল কংগ্রেস ১০ এবং বিজেপি সদস্য সংখ্যা বেড়ে দাড়ালো _৭ জন।নন্দ দুলাল দাস সোমবার বিজেপিতে যোগদান করায় ভোটের মুখে কালিয়াগঞ্জ পৌর সভায় বিজেপি বড়সর সাফল্যের মুখ দেখলো বলে বিজেপি দলে খুশির জোয়ার দেখা যায়। কালিয়াগঞ্জ পৌর সভার নির্দল কমিশনার দল বদল করে বিজেপিতে যোগদান করেই বলেন তিনি সঠিক
সময়েই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।