December 22, 2024

কালিয়াগঞ্জ এর ঘাটু দার চায়ের দোকানে মস্তিতে চা পে চর্চা করল বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল

1 min read

কালিয়াগঞ্জ এর ঘাটু দার চায়ের দোকানে মস্তিতে চা পে চর্চা করল বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল

তন্ময় চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার ভূমিপুত্র হলেও কালিয়াগঞ্জের সন্তান বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তাই নিজের এলাকায় প্রচার তিনি করলেন একেবারেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আপন জনদের সামনে দাঁড়িয়ে আজ তাকে বলতে দেখা যায়নি দাদা একবার  আমাকে ভোটটি দেবেন। বলতে শোনা যায়নি , মাসিমা একবারের জন্য এবার আমাকে ভোটটি দিবেন। শুধু তাকে দেখা গেল সকলকে কখনো বড় জোরে প্রণাম করতে কখনো বা আবার বড়দের সামনে গিয়ে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে। আর বললেন আমাকে আশীর্বাদ করুন  আপনারা ।

 

  যাতে আগামী দিনে আপনাদের সেবায় আমি কিছু কাজ করতে পারি। আজ দেখা গেল কার্তিক চন্দ্র পাল কে সকাল বেলা এন এস রোডের পাশেই একদিকে যেমন তারাবাজারের ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে দেখা করতে তেমনই আবার মহেন্দ্রগঞ্জে এসে বাজারে সকলের সঙ্গে কুশল বিনিময় করার পর পায়ে হেঁটে এদিক ওদিক ছুটে যেতে ।  তিনি যখন জোর কদমে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ছোটাছুটি করছেন তখন ঠিক তার মধ্য গগনে সূর্যের তাপ যেন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। প্রচারের ফাঁকে কর্মী সমর্থকদের বারে বারে জল খেতে দেখা গেলেও কার্তিক বাবুকে কিন্তু দেখা যায়নি একবারও জল খেতে।।

 

 

 

তিনি সমর্থকদের নিয়ে কিছুক্ষণ প্রচার করার পর সরাসরি চলে যান তার  প্রিয় ১৩ নম্বর ওয়ার্ডের  ঘাটুদার চায়ের দোকানে। দোকানদার ঘাটুকে প্রথমেই বলতে শোনা গেল অনেক দিন আমার দোকানে তোমাকে না দেখে মনটা আনচান করতো।তবে টি ভি তে তোমাকে এখন দেখতে পাই।

আর কদিন পর তোমাকে দেখতে পাবো দিল্লীতে।আর এইটাই আমি দেখতে চাই ঘাটু দা হিসাবে।তবে দিল্লী থেকে কালিয়াগঞ্জে এলে অন্তত অনেক কাজের মাঝেও এই ঘাটুদার দোকানে এসে আমাদের চোখের দেখাটা অন্তত পক্ষে দেখে যাবে এটাতো আশা করতেই পারি বলে আশীর্বাদ করলো চায়ের দোকানের আড্ডার নিয়মিত খরিদ্দার বিজেপি প্রার্থী কার্তিক পালকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *