January 12, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় আদিবাসী নৃত্য গোষ্ঠীদের ধামসা মাদল বিতরন

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রাহুল রায়, পূর্ব বর্ধমান: বুধবার বৈকাল ৩ঘটিকায় সিঙ্গারকোনের অন্যপূর্ণা  হিমঘরে  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় আদিবাসী নৃত্য গোষ্ঠীদের ধামসা মাদল বিতরন অনুষ্ঠিত হলো । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী  শ্রী স্বপন দেবনাথ  , পূর্ব বর্ধমান জেলার পরিকল্পনা ও উন্নয়ন পর্ষদের সদস্য মাননীয় শ্রী প্রনব রায়  , পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি  শ্রী দেবু টুডু , পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক  শ্রী অনুরাগ শ্রীবাস্তব  , পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক বাসব ব‍্যানার্জী  , কালনার মহকুমা শাসক , পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গন , কালনা ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক , কালনা ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক  শ্রী মিলন দেবঘড়িয়া।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *