আবারো নাবালিকা উদ্ধারে সাফল্যের মুখ দেখলো কুমারগঞ্জ থানা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ দায়ের করে l কুমারগঞ্জ থানা অভিযোগ পাওয়া মাত্রই কেস চালু করে তদন্তে নাম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টার চন্দন ব্যানার্জির নেতৃত্বে l কুমারগঞ্জ থানার কেস নং-128/18, তাং-01/07/18 ,U/S-363-IPC. সমস্ত রকমের চেষ্টা সত্ত্বেও নিখোঁজ নাবালিকার খোঁজ পাচ্ছিলনা পুলিশ l
অবশেষে বিশেষ সূত্র মারফত খবর সংগ্রহ করে এবং দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল এর টাওয়ার লোকেশান ট্রাক করে আজ তদন্তকারী অফিসার চন্দন ব্যানার্জি ও এসিস্টেন্ট সাব-ইন্সপেক্টার দেবাশীষ আচার্যীর নেতৃত্বে কুমারগঞ্জ থানার পুলিশ কালিয়াগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলার শেরগ্রাম থেকে নিখোঁজ নাবালিকা কে উদ্ধার করে l নিখোঁজ নাবালিকা কে নিজেদের হেপাজতে নিয়ে কুমারগঞ্জ থানা তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});