বেহাল সড়ক দেখার কেঊ নেই
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:মন্তেশ্বরের বামুনিয়া-মরাইপিরি সড়কটি এমন বেহাল হয়ে পড়েছে যে সেটি আর সড়কের চেহারায় নেই | এতই খানা-খন্দে ভরা যে যান চলাচল করা তো দূরের কথা, গরুর গাড়ি চলারও অযোগ্য হয়ে উঠেছে | ফলে চরম বিপাকে পড়েছেন এই এলাকার ১০/১২ টি গ্রামের মানুষ | সাধারণ মানুষ তো বটেই এই এলাকার শাসক দলের নেতা কর্মীদের অনেকেই ক্ষুব্ধ হয়ে বিরূপ মন্তব্য করছেন | শাসক দলের জন্মলগ্ন থেকে এই এলাকায় বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত থাকা এক প্রবীণ নেতা বলেন– সড়কের অবস্থা খুবই খারাপ | আমি বাইক নিয়ে ওই সড়ক দিয়ে যেতে ভয় পাই | বামফ্রন্টের আমলে একটু সড়ক বেহাল হলেই রাস্তায় ধান ফেলে আমরা অবরোধ করতাম | এমনকি রাস্তায় ধানের চারা রোপন ও খানাখন্দে মাছের চারাও ছেড়েছি | আর আমাদের আমলে রাস্তা ঘাটের এমন অবস্থা যে আমি বাড়ি থেকে বের হতেই পারছি না | শুধু এই নেতাই নন এই এলাকায় রয়েছে বনপুর, দেওয়ানিয়া, নতুনগ্রাম, ধামাচিয়া, আশুড়ি, মদনপুর, খোরদা ইশনা, ব্যাংকার কাঁদি, কুলের মত ১০/১২টি গ্রামের কয়েক হাজার মানুষ | তাঁদের বাজার, হাট, অফিস আদালতে যেতে দুর্ভো
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ পোহাতে হচ্ছে | কোন গর্ভবতী মাকে কোন গাড়িতে করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যাচ্ছে না বলে গ্রামবাসীদের অভিযোগ | তাই প্রসবের অনেক আগেই গর্ভবতী মায়েদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে বলেও অনেকে জানান | এই ব্যাপারে স্থানীয় বিধায়ক সৌকত পাঁজাকে ফোন করা হয় | এমন কি এই ব্যাপারে প্রশ্ন করে ম্যাসেজও পাঠানো হয় | কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});