January 12, 2025

কুলিক ব্রীজ থেকে দুই সন্তানকে নদীতে ফেলার চেষ্টা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সুব্রত সাহা ঃ-  শিশু রক্ষা পেল  এলাকার যুবকদের তৎপরতায়  । আজ রায়গঞ্জ থানার কুলিক ব্রীজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে   ।জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে । জিঞ্জাসাবাদের জন্য পুলিশ  শিশুর মাকে উদ্ধার করে  থানায় নিয়ে এসেছে।জানা গেছে,রায়গঞ্জ ছত্রপুরে বাসিন্দা রুবি ভৌমিকের  বছর ছয়েক আগে  বালুরঘাট থানার ট্যাঙ্ক মোড়ের বাসিন্দা সুবোধ ভৌমিকের বিয়ে  হয়েছিল    ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 দুই সন্তানের জন্ম হওয়ার পর পারিবারিক বিবাদ দেখা দেয়। স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে  রুবি সহ্য করতে না পেরে দিন কয়েক আগে । আজ দুপুরে রায়গঞ্জ কুলিক সেতু থেকে দুই সন্তানকে নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে মা। সেতুর উপর দীর্ঘক্ষন ঘোরাফেরা করতে দেখে স্থানীয় যুবকদের সন্দেহ হয়।ছোট্ট আটমাসের সন্তানকে যখন সেতুর রেলিং থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই এলাকার যুবকেরা তাকে ধরে ফেলে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়। তখনই দলীয় এক কর্মসূচী সেরে ওই পথ দিয়ে ফিরছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। তিনি লোকজনদের দেখে গাড়ি থেকে নেমে ঘটনার কথা জানতে পারেন। ঘটনাস্থল থেকেই জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের খবর দেন।

 খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরে পুলিশ শিশুর মাকে উদ্ধার করে  থানায় নিয়ে এসেছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *