ভিনধর্মীর মানবিকতা ও পুলিশের কর্তব্যের প্রতি অবিচলতায় উদ্ধার হলো এক সংখ্যালঘু নাবালিকা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস( বালুরঘাট)15ই জুলাই:-পুলিশ মানেই ডেডিকেশান ,নইলে মাত্র চারদিনে প্রায় 3000 কিলোমিটার পথ গাড়িতে চেপে এক নাগাড়ে বিনা বিশ্রামে কাওকে উদ্ধার করা সম্ভব নয় l যা শুনতে একটু ভিন্ন লাগলেও অন্য কোনো ডিপার্টমেন্টের কাছে তা এক অলীক কল্পনা মাত্র l এমনি এক অতিমানবিক অকল্পনীয় উদ্ধার কার্য করে দেখালো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পুলিশ l প্রসঙ্গত কুমারগঞ্জ থানা এলাকার এক নাবালিকা গত 2 রা জুলাই থেকে নিখোঁজ ছিল ,পরিবারের লোকজন সমস্ত রকমের সম্ভাব্য জায়গা খুঁজে না পেয়ে গত 3রা জুলাই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে l কুমারগঞ্জ থানা তৎক্ষণাৎ কেস চালু করে নিখোঁজ নাবালিকা উদ্ধারে তদন্তে নামে l মেয়ের বাড়ির লোকের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ যাবতীয় চেষ্টা চালায় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তদন্ত ও মোবাইল টাওয়ার লোকসান ট্রাক করে পুলিশ জানতে পারে নাবালিকাটি উড়িষ্যায় রয়েছে l অতঃপর ওড়িশার ভুবনেশ্বর এর এক সহৃদয় ব্যক্তি মেয়েটিকে উদ্ভ্রান্ত ভাবে ঘুরতে দেখে মেয়েটিকে নিজেদের বাড়িতে আট দিন রেখে মেয়েটির বাড়ির লোকের কাছে বিস্তারিত জানায় মেয়েটিকে নিয়ে যাবার জন্য l কিন্তু মেয়েটি তার মোবাইল সূত্রে বর্তমানে যে নব্য ভালোবাসার ট্রেন্ড চলছে তার ঘোরে তখন আচ্ছন্ন থাকায় তার সেই মোবাইল প্রেমিকের সাথে সাক্ষাতের জেদে অবিচল থাকায় ভুবনেশ্বরের সেই দম্পতি একপ্রকার বাধ্য হয়েই ওড়িশার গঞ্জাম জেলার আস্কা নামক জায়গার গাড়িতে তুলে দেয় l নাবালিকার আস্কা পৌঁছতে সন্ধে হয়ে যায় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তখন আস্কা অটো স্ট্যান্ড এর জনৈক সন্তোষ নামে এক অটো চালক মেয়েটিকে লক্ষ করে ,মেয়েটি অটো চালক কে বলে সে তার ফেসবুক প্রেমিক অজিত কুমার এর সাথে দেখা করতে এসেছে l যদিও তার কাছে যে ঠিকানা ছিল তা বাস্তবে না থাকায় ওই অটো চালক মেয়েটিকে বলে তুমি আমার মেয়ের মতো চাইলে আমার বাড়িতে থাকতে পারো l উপায়ান্তর না পেয়ে নাবালিকাটি ওই অটো চালক এর বাড়িতে আশ্রয় নেয় l এদিকে কুমারগঞ্জ থানা ভুবনেশ্বর এর ওই দম্পতির সাথে যোগাযোগ করলেও সম্ভবত পুলিশি ঝামেলার ভয়ে ফোন ধরছিলোনা l কুমারগঞ্জ থানার এসিস্টেন্ট সাব-ইন্সপেক্টার দেবাশীষ আচার্যী ও ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঝা অনেক চেষ্টার পর ওই দম্পতির সাথে পুনরায় যোগাযোগ করে এবং ভদ্রমহিলা ভুবনেশ্বরের এক নামি হাসপাতালের কর্মী হওয়ায় পুলিশের পুলিশিং এর ভয়ে হোক বা আস্বস্ত হয়েই হোক শেষে সব জানায় l কুমারগঞ্জ থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ তখন ওড়িশার গঞ্জাম জেলার আস্কা থানার সাথে যোগাযোগ করে এবং মেয়েটিকে উদ্ধারে তৎপর হয়ে এক অতিমানবিক অভিযানে কুমারগঞ্জ থেকে আস্কা থানার উদ্দেশ্যে রওনা দেয় এক উদ্ধারকারী দল গত 12 ই জুলাই l এক খানা বলেরো গাড়ি করে কুমারগঞ্জ থানার ASI দেবাশীষ আচার্যীর নেতৃত্বে প্রায় 1400 কিলোমিটার দূরে অস্কার উদ্দেশ্যে রওনা দেয় l ইতি মধ্যেই ওই অটো চালক এর সাথে যোগাযোগ স্থাপন করে কুমারগঞ্জ থানা এবং কুমারগঞ্জ থানার নির্দেশ মোতাবেক অটো চালক সন্তোষ মেয়েটিকে আস্কা থানায় হ্যান্ডওভার করে l কুমারগঞ্জ থানার অফিসার দেবাশীষ বাবু ও তার উদ্ধার কারী দল এক নাগাড়ে বিনা বিশ্রামে 1400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আস্কা থানায় পৌঁছলে তারা জানতে পারে নাবালিকাটিকে আস্কা থেকে 45 কিলোমিটার দূরে বারহামপুরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়া হয়েছে l অগত্যা আর দেরি না করে দেবাশীষ বাবু গাড়ি ছোটালেন বারহামপুরের উদ্দেশ্যে l সেখানে পৌঁছে তিনি জানতে পারেন রথযাত্রা উপলক্ষে ছুটি থাকায় তিন দিনের আগে মেয়েটিকে CWC কর্তৃপক্ষ তুলে দেবে না l তৎক্ষণাৎ প্রত্যুৎপন্নমতিত্ব দেখিয়ে দেবাশীষ বাবু CWC কর্তৃপক্ষকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সক্ষম হন এবং মেয়েটিকে নিজেদের হেপাজতে নিয়ে সোজা কুমারগঞ্জ উদ্দেশ্যে রওনা দেন l আজ বৈকালে তারা কুমারগঞ্জে পৌঁছান l নাবালিকার দাদা এরশাদ হোসেন (পরিবর্তিত নাম )কুমারগঞ্জ থানা বিশেষত উদ্ধারকারী অফিসার দেবাশিস আচার্যীর হার না মানা মনোভাব ও উদ্যমকে কুর্নিশ জানিয়েছেন এবং যে ভাবে এক নাগাড়ে প্রায় 3000 কিলোমিটার পথ দিন রাত্রি এক করে যাত্রা করে তার বোনকে উদ্ধার করেছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন l তদসহ ভিন্ন ধর্মাবলম্বি হওয়া সত্ত্বেও তার বোনকে ওড়িশার যেসব সহৃদয় ব্যক্তিরা নিজের মেয়ের মতো বাড়িতে আশ্রয় দিয়ে তার বোনকে কোনো এক অন্ধ গলিতে যাবার হাত থেকে বাঁচিয়েছেন তাদের কেও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন l কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান ,উদ্ধার হওয়া নাবালিকাকে মেডিক্যাল করিয়ে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেবেন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});