ইসলামপুরে পাঁচ জয়ী নির্দল সদস্যরা তৃণমূল কংগ্রেস এ যোগ দিলেন
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেবেব্রত চক্রবর্তী,ইসলামপুরঃ--মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এর ইসলামপুর শহর কার্যালয়ে পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েত এর ৫ জন নির্দল সদস্যে তৃণমূল কংগ্রেস এ যোগ দেন ।ওই গ্রাম পঞ্চায়েত ১১টি আসন বিশিষ্ট ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের কংগ্রেস এর আসন সংখ্যা ছিল ৬ আর নির্দল সদস্য ভোটে নির্বাচিত হন ৫ জন । আর ওই গ্রাম পঞ্চায়েত টি হাঙ্গিন হয়েছিল ।আজ সমস্ত নির্দল সদস্য রা তৃণমূল কংগ্রেস এ যোগ দেয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ইসলামপুর পুরসভার পুরপতি কানাই লাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন ও যুবো সভাপতি কৌশিক গুন সহ তৃণমূলের নেতারা। আজ প্রথমে পন্ডীতপোতা ১-এর নির্দল সদস্য রা মিছিল করে তৃণমূল এর অফিস এ আসেন ।আর সেই খানে ইসলামপুরের বিধায়ক কানাই লাল আগরওয়াল তাদের হাতে তৃনমূল কংগ্রেসের দোলিয়ো পতাকা তুলে দেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচিত সদস্য সঞ্জিদা ইমাম বলেন আমরা মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে নির্দল থেকে জিতে ও তৃণমূল কংগ্রেস এর সাথে যুক্ত হলাম আমরাতৃণমূল কংগ্রেস করতাম আর কোন কারণে দলের টিকিট না পাওয়ার জন্য নির্দল হয়ে ভোটে নির্বাচিত হয়েছি।কানাই লাল আগরওয়াল বলেন ১১ আসন বিশিষ্ট পণ্ডিতপোতা এক গ্রাম পঞ্চায়েত এর ৬ আসন দখল করে তৃণমূল আর ৫ আসন দখল করে নির্দল সদস্য রা তারা সবাই আজ তৃণমূল কংগ্রেস এ যোগ দেন আর এই গ্রাম পঞ্চায়েত এ বিরোধী আর থাকলোনা পুরো গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এর দখলে চলেএলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইসলামপুরে পাঁচ জয়ী নির্দল সদস্যরা তৃণমূল কংগ্রেস এ যোগ দিলেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});