সংগঠনের ভিত আরও মজবুত করে রাজনতিক লড়াই করার সংকল্প নিল বিজেপির যুব এবং মহিলা মোর্চা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)17ই জুলাই :-একদিকে যখন দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতিকে গ্রেপ্তার করে তিন দিনের জন্য পুলিশী হেপাজতে পাঠানো হল ঠিক সেইদিনেই দুঃখে মুষড়ে না পরে সংগঠনের ভিত আরও মজবুত করে রাজনতিক লড়াই করার সংকল্প নিল বিজেপির যুব এবং মহিলা মোর্চা।আজকে কুমারগঞ্জের মোহনা অঞ্চলের মোহনা প্রাথমিক বিদ্যালয়ে যুব এবং মহিলা মোর্চার মন্ডল পদাধিকারিগনের এক বিশেষ বৈঠক হল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৈঠকে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বৈঠকে উপস্থিত জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন,শুভেন্দু দার হয়ে আমরা সবাই বাইরে এই লড়াই লড়ব,শুভেন্দু দার উপর অত্যাচার মানে আমাদের সবার উপর অত্যাচার।উনি নিজেকে নির্দোষ প্রমাণ করে সকল চক্রান্তের জাল ছিন্ন করে ফিরে এসে আবার আমাদের নেতৃত্ব দেবেন,তাঁকে সামনে রেখেই শাসককের বিরুদ্ধে বিজেপির লড়াই জারি থাকবে। সভাতে উপস্থিত জেলা মহিলা মোর্চার সভাপতি দেবশ্রী সরকার শুভেন্দু বাবুকে হেনস্তার তীব্র প্রতিবাদ করেন।এছাড়াও আজকের সভাতে জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অমিত খতিক,মন্ডল বিজেপি সভাপতি প্রশান্ত চৌধুরি,প্রবীণ বিজেপি নেতা বিরেশ চন্দ্র সাহা,মন্ডল যুব ও মহিলা সভাপতিগণ সহ আরও অনেকে উপ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থিত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});