বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ,ঘটনায় মৃত এক জন
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ,ঘটনায় মৃত এক জন।আহত আরো সাতজন।আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনা ঘিরে মঙ্গলবার দুপুরে জোর চাঞ্চল্য ছড়ায় মালদার মোহদীপুর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগুয়া সালাইপুর এলাকায়।ঘটনায় আশঙ্কাজনক ৩ জনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানাগেছে, বিস্ফোরণে মৃতার নাম বিশ্বজিৎ ঘোষ।আহত বাপি ঘোষ,কমল ঘোষ সহ তিনজন আশঙ্কাজনক।ঘটনায় আরো আহতদের লুকিয়ে দেওয়া হয়েছে বলেই আশঙ্কা।স্থানীয় সূত্রে জানাগেছে ,মোহদীপুর সীমান্ত লাগুয়া গোলাপগঞ্জ ফাঁড়ির সালাইপুর এলাকার একটি ফাঁকা জমিতে এদিন বোমা বাধার কাজ চালাচ্ছিল ৮ জন দুষ্কৃতী।স্থানীয় তৃণমূল নেতা তরুণ ঘোষের নির্দেশে এই বোমা বাধার কাজ চলছিল বলে স্থানীয় সূত্রে খবর।এদিন দুপুর নাগাদ হঠাৎই বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে এলাকা।চাঞ্চল্য ছড়ায় গ্রাম জুড়ে।বিস্ফোরণের ঘটনায় চার গুরুতর আহতকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে মৃত্যু হয় এক জনের।স্থানীয় সূত্রের খবর,বেশ কিছুদিন ধরেই মোহদীপুর আন্তর্জাতিক বাণিজ্যস্থলে বারংবার সামনে এসেছে পার্কিং সমস্যা।সেই সমস্যা ঘিরে ঝরেছে রক্ত সহ সামনে এসেছে ট্রাকে আগুন লাগানোর ঘটনা।সেই পার্কিং জোন দখলদারি রাখতে তৃণমূল নেতা তরুণ ঘোষের নেতৃত্বেই বোমা বাধার কাজ চালাচ্ছিল দুষ্কৃতীরা।তবে ঘটনায় তৃণমূল জড়িত থানার কথা অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});