সেভ ড্রাইভ সেফ লাইফ এর ওপর একটি সচেতনতা মুলক পদযাত্রা বের করলো চোপড়া থানা পুলিশ
1 min read
জয়দেব গোপ চোপড়া:সেভ ড্রাইভ সেফ লাইফ এর ওপর একটি সচেতনতা মুলক পদযাত্রা বের করলো চোপড়া থানা পুলিশ ও সিভিক ভলেনটিয়ার ।চোপড়া থানা থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে চোপড়া বাজার দিয়ে চোপড়া থানা পযন্ত এই পদযাত্রাটি হয় । দুর্ঘটনা এরাতে বাইক চালকদের হেলমেট পড়া এবং মদ্যপান করে বাইক না চালানো ও ১৮ বছরের নিচে বাইক না চালানো এবং ইত্যাদি বিষয়ের ওপরে এই পদযাত্রাটিতে সচেতনতা মুলক প্রচার করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});