January 13, 2025

বাংলায় এবার " বাংলাশ্রী এক্সপ্রেস " ননস্টপ দ্রুতগতি প্রকল্প।

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জয়ন্ত বোস, বর্তমানের কথাবাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত সাত বছর ধরে সর্ব স্তরের জনগণের স্বার্থে ও পরিসেবায়  বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক প্রকল্পগুলো ছুটে চলেছে আজ সেই সকল প্রকল্পসমূহের গতিকেও হার মানিয়ে ননস্টপ সুপার গতিতে ছুটে চলার এক অভিনব পরিবহন প্রকল্প ” বাংলাশ্রী এক্সপ্রেস ” শুভ উদ্ভোধন হতে চলেছে বেলা ১ টায় নবান্নে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পরিবেশ বিভাগের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মলয় কুমার দের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্রুতগতি সম্পন্ন শীততাপ নিয়ন্ত্রিত ননস্টপ প্রকল্পের শুভ উদ্ভোধন করবেন।এই নতুন প্রকল্পের শুভ উদ্বোধনে ‘ সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ কর্মসূচির আওতায় বিভিন্ন নিকটতম কতৃপক্ষের হাতে ২২টি অ্যাম্বুলেন্স এবং ১৩টি রেকার ভ্যান তুলে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। প্রতিটি জেলার বিভিন্ন গ্রাম মফস্বল থেকে প্রচুর মানুষ দৈনন্দিন বিভিন্ন কাজে কলকাতায় পাড়ি জমান। পরিবহন পরিষেবায় উন্নয়নের নতুন নজির গড়ে তুলতে পরিবহন দপ্তরের এই অভিনব দ্রুতগতি সম্পন্ন ” বাংলাশ্রী এক্সপ্রেস ” প্রকল্পের দিশারী পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ভলবো বাস পরিষেবা – এসি , দ্রুতগতি, ননস্টপ পরিষেবায় যা প্রতিদিন প্রতিটি জেলার সদর শহর থেকে প্যাসেঞ্জার নিয়ে পৌঁছে যাবে কলকাতার বুকে আবার কলকাতা থেকে প্যাসেঞ্জার নিয়ে পৌঁছে যাবে জেলার সদর শহরে। সকল শ্রীর মাঝে আজ ” বাংলাশ্রী এক্সপ্রেস ” এর শুভ উদ্ভোধনের অপেক্ষায় সকলেই কারন এই কাঠ ফাটা গরমের হাত থেকে রক্ষা পেতে একটু শীততাপ নিয়ন্ত্রিত সরকারি ভলবো গাড়িতে চেপে কলকাতা যাত্রাপথের অপেক্ষায় সকলেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *