ইসলামপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে সচেতনতা মূলক র্যালী
1 min read
দেবব্রত চক্রবর্তী,ইসলামপুর রাজ্য সরকার পথ দুর্ঘটনা কমানোর জন্য রাজ্য জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছে। আর এই প্রকল্পকে সার্থক করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী গ্রহন করেছে। কেউ যাতে পথ দুর্ঘটনায় মৃত্যু না হয়। সেই মতে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে একটি সচেতনতা মূলক র্যালীর আয়োজন করা হয়। এদিনের র্যালীতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আইসি মহাকাশ চৌধুরী সহ ইসলামপুরের এর বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীরা ।এদিন ইসলামপুর থানার সামনে থেকে এই র্যালী বের হয়ে ইসলামপুর শহরের হয়ে ৩১ নং জাতীয় সড়ক হয়ে মিছিল পুর বাস টার্মিনাল এর সামনে দিয়েই বি সি রায় সরোনী হয়ে ইসলামপুর থানাতে এই র্যালী শেষ হয়। এদিন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা বলেন এই মিছিল এর উদ্দেশ্য হলো সচেতনতা বাড়াতে,রাজ্য সরকার সেভ ড্রাইভ সেভ লাইফ পকল্প চালু করেছে। ইসলামপুরের উপর দিয়ে ৩১ নং জাতীয় সড়ক যাওয়ায় প্রচুর পরিমানে গাড়ি প্রতিদিন চলাচল করে। যাতে কোন প্রকার দুর্ঘটনা না হয় সেই কারনে সাধারন মানুষের পা
শাপাশি গাড়ি চালকদের সচেতন করা হয়।