২১জুলাই ধর্মতলায় শহীদ দিবসে যোগ দানের আহ্বানে চোপড়ায় এক বিশাল রেলি
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জয়দেব গোপ চোপড়া১৮জুলাই :২১জুলাই ধর্মতলায় শহীদ দিবসে যোগ দানের আহ্বানে চোপড়ায় এক বিশাল রেলি বের করলো চোপড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস।মিছিলে অংশ নেন যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাদার তৃণমূল কংগ্রেসের কমী সমর্থকরাও। মিছিল পরিচালনা করেন যুব তৃণমূল কংগ্রেস নেতা জাকির আবেদিন,হাসান কামাল রানা প্রমুখ ।চোপড়া দলীয় কার্যালয় থেকে বের হয়ে সমস্ত চোপড়া বাজার পরিক্রমা করেন মিছিলটি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});