সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ঠেকানো যাবেনা বিজেপিকে,হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের
1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)18ই জুলাই:-তৃণমূল যখন একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি শাসক দলকে টেক্কা দিয়ে ময়দানে সশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে l রাজনীতি সচেতন মানুষরা বলছেন বিজেপি জেলা সভাপতির গ্রেপ্তারির ফলে রাজনৈতিক ভাবে লাভবান হলোবিজেপি l একদিকে যখন দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতিকে গ্রেপ্তার করে তিন দিনের জন্য পুলিশী হেপাজতে পাঠানো হল ঠিক সেইদিনেই দুঃখে মুষড়ে না পরে সংগঠনের ভিত আরও মজবুত করে রাজনতিক লড়াই করার সংকল্প নিল বিজেপি।আজকে কুমারগঞ্জের গোপালগঞ্জ বাস স্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হলো।বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর বঙ্গের কনভেনার রথীন্দ্রনাথ বোস,বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভানেত্রী ও কুমারগঞ্জ বিধানসভার দুবারের বিধায়ক মাফুজা খাতুন,দক্ষিণ দিনাজপুরের পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র,বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার দুই সাধারণ সম্পাদক মানস সরকার ও বাপি সরকার,জেলার দুই সহ সভাপতি বিনয় বর্মন,বিদ্যুৎ লাহা,বিজেপি জেলা সদস্য রজত ঘোষ,জীবন রায় ,বিকাশ হালদার প্রমুখlমূলত বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারের অনৈতিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রনোদিত গ্রেপ্তারির বিরুদ্ধেই এই প্রতিবাদ সভা l
এছাড়াও হাজার তিনেক মানুষ এর যোগদান কর্মসূচি ছিল আজের সভায় lএপ্রসঙ্গে যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন,শুভেন্দু দার হয়ে আমরা সবাই বাইরে এই লড়াই লড়ব,শুভেন্দু দার উপর অত্যাচার মানে আমাদের সবার উপর অত্যাচার।উনি নিজেকে নির্দোষ প্রমাণ করে সকল চক্রান্তের জাল ছিন্ন করে ফিরে এসে আবার আমাদের নেতৃত্ব দেবেন,তাঁকে সামনে রেখেই শাসককের বিরুদ্ধে বিজেপির লড়াই জারি থাকবে।মানস সরকার বলেন ,এই জেলায় পুলিশ প্রশাসকরা তৃণমূলের কার্যকারী সভাপতির ভূমিকায় l যেহেতু জেলা জুড়ে বিজেপির উত্থান ঠেকানো যাচ্ছেনা তাই বিজেপিকে আটকানোর জন্য এখন পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এবং জেলা জুড়ে অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের কর্মসূচিকে ঠেকানোর জন্য বিজেপি জেলা সভাপতিকে অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ l তিনি বলেন বিজেপিকে এভাবে রোখা যাবেনা l তাই আজ কুমারগঞ্জে আজ এই ব্যাপক যোগদান এবং আগামী কয়েকদিনে পুরো জেলার রাজনৈতিক রূপরেখা ভিন্ন হতে চলেছে l তার বক্তব্য অনুযায়ী আগামী 21 শে জুলাই দক্ষিণ দিনাজপুরে আসছেন কৈলাশ বিজয়বর্গী,মুকুল রায় ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ l সেই দিন প্রায় পুরো কংগ্রেস দল বিজেপিতে যোগদান করবে কংগ্রেস জেলা সভাপতি নীলাঞ্জন রায়ের নেতৃত্বে l এছাড়াও 22শে জুলাই মাফুজা খাতুন এর উদ্যোগে প্রায় হাজার দশেক সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করবে l আজ কুসুমন্ডিতেও হাজার দুয়েক লোক অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করছে বলে জানান মানস বাবু l বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী মাফুজা খাতুন বলেন -গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে এই সরকার l নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে হেরে যাওয়া সত্ত্বেও তৃণমূলী প্রার্থীদের জয়ী শংসাপত্র দিতে বাধ্য হয়েছেন আধিকারিকরা l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখে আদিবাসী উন্নয়নের কথা বলছেন আর তৃণমূলী নেতাদের পরামর্শে কুমারগঞ্জ এর মোহনার গোবিন্দপুরের এবারের বিজেপির পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী জয়দেব হেম্ব্রমকে ষাটোর্ধ মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়ে জেলে ঢোকাচ্ছেন l মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গল মহল হাসছে কিন্তু তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির জন্য জঙ্গল মহলের বাসিন্দারা দিদিমনিকে কাঁদিয়ে ছেড়েছে l মাফুজা খাতুন আরো বলেন ,পিসি ভাইপোর দৌলতে আগে চাকরির নাম টাকা লুট হতো আর এখন পিসি কন্যাশ্রীতে দিচ্ছেন পঁচিশ হাজার আর ভাইপো কলেজে ভর্তির নাম তুলছেন পঁচাত্তর হাজার l উনি বলেন বিজেপি যদি সাম্প্রদায়িক দল হতো তবে তিনি কেন ওই দলের সাথে সংসার করে রেল মন্ত্রী হয়েছিল lবিজেপির উত্তর বঙ্গ জোনের কনভেনার রথীন বোস বলেন ,এক সময় অমিতাভ বচ্চনের মতো লোক কাজ করেছেন এই বাংলায় আর আজ বাংলার প্রতিটি গ্রাম যুবক শুন্য ,প্রত্যেকেই ছুটছে বিজেপি শাসিত রাজ্যে রুটিরুজির সন্ধ্যানে l আসাম বা ত্রিপুরা সরকারকে হিমা দাস বা দীপা কর্মকার তৈরী করতে ক্লাবে ক্লাবে টাকা দিতে হয়না কিন্তু এখানে ভোট লুটের জন্য যুব সমাজকে মোচ্ছবের দিকে সরকার ঠেলে দেয় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলা আজ ভিখারির সংখ্যায় প্রথম ,নারী ধর্ষণে প্রথম -এটা কি বাংলার গর্বের বিষয় বলে প্রশ্ন ছোড়েন তিনি l বাংলার আজ এমন পরিস্থিতি যে একশো দিনের কাজে বাংলা প্রথম হয় এবং তাকে প্রচার করাহয় ঢাকঢোল পিটিয়ে l অথচ অন্য রাজ্যে বিকল্প কর্মসংস্থান থাকায় একশো দিনের কাজে যা আয় তা তুলনায় কম হওয়ায় লোক খুঁজে পাওয়া যায়না লআগামী একুশে জুলাই যে স্মরণীয় ও রাজনৈতিক কালবৈশাখী আসতে চলেছে তা আজ সভায় বিজেপি নেতাদের বক্তব্যে পরিষ্কার l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});