সি.পি.আই (এম) জেল ভরো কর্মসূচী কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিলো জেলা প্রশাসনিক ভবন চত্বর
1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,9ই আগস্ট:–
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সি.পি.আই (এম) জেল ভরো কর্মসূচী কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিলো জেলা প্রশাসনিক ভবন চত্বর l মহিলা নিরাপত্তা সুনিশ্চিতকরণ ,স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকের ফসল নির্ধারিত মূল্যে কিনতে হবে , শ্রমিকদের ন্যূনতম বেতন 18000 টাকা করা গণবন্টন ব্যবস্থা কে সার্বজনীন করা প্রভৃতি একগুচ্ছ দাবিতে আজ জেল ভরো আন্দোলনের ডাক দেয় সি.পি.আই (এম) l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্তর থেকে প্রায় হাজার পাঁচেক দলীয় কর্মী সমর্থকরা বালুরঘাটের শ্রমিক ভবনের সামনে সমবেত হয় l সেখান থেকে মিছিল করে আন্দোলনকারীরা পৌঁছান জেলা প্রশাসনিক ভবন চত্বরে l পুলিশি ব্যারিকেড থাকা সত্ত্বেও তা ভেঙে আন্দোলনকারীরা প্রবেশ করেন জেলা সমাহর্তার অফিসে চত্বরে l পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র ধাক্কা ধাক্কি চলে l বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার কমবেশি আহত হয়েছেন l প্রশাসনিক ভবন চত্বরে ঢুকে আন্দোলনকারীরা নাচগান শুরু করলে পুলিশের পক্ষ থেকে মৃদু লাঠি চার্জ হয় বলে খবর l অবশেষে নারায়ণ বিশ্বাস,মানবেশ চৌধুরী ও অমিত সরকার কে গ্রেপ্তার করে পুলিশ l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});