পশ্চিমবঙ্গে এন আর সি চালু করার দাবিতে বিজেপির মিছিল ফতেপুরে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী -বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরে বিজেপির উত্তর দিনাজপুর জেলার জেলা কমিটির সদস্য রূপক রায়ের নেতৃত্বে এই রাজ্যে এন আর সি চালু করার দাবিতে একটি বিশাল মিছিল বের হয়।সেই মিছিলের দাবি ছিল অবিলম্বে পশ্চিমবঙ্গে এন আর সি চালুর উদ্দ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে।বিজেপি নেতা রূপক রায় বলেন এই রাজ্যের হিন্দু স্মরণারথি দের স্বার্থে ও অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিৎ।ফতেপুর হাটের এই মিছিলে গ্রামে গঞ্জের ব্যাপক মানুষেরা অং
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শগ্রহণ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});