দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই স্বাড়ম্বরে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস
1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,9ই আগস্ট:-দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই স্বাড়ম্বরে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস l ভারত ছাড়ো আন্দোলনের 75 তম বর্ষপূর্তিতে আজ বালাপুর কটক নগরে এই আন্দোলনের শহিদমাতা মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান এবং অন্যান্য শহিদদের পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালেন উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বাচ্চু হাঁসদা এবং তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
l এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক দিপাপ প্রিয়া পি ও জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় l এছাড়াও এই জেলার গঙ্গারামপুর ও কুমারগঞ্জে মহা ধুমধামে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ গঙ্গারামপুর রবীন্দ্রভবনে 24 তম বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,গঙ্গারামপুর থানার আই.সি জয়ন্ত দত্ত ও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।অল ইন্ডিয়া সান্তাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটির পরিচালনায় এই অনুষ্ঠানটি হয় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপরদিকে কুমারগঞ্জ ব্রিজ মাঠে সৌহার্দ মূলক আট দলের একদিবসীও ফুটবল প্রতিযোগিতা হয় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে l আদিবাসী উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় এই খেলাটি পরিচালিত হয় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});