শহীদ সমাবেশের আগে দলীয় নেতা-কর্মীদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
1 min readশহীদ সমাবেশের আগে দলীয় নেতা-কর্মীদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
পরপর দুবছর করোনা (Corona) অতিমারির কারণে স্থগিত রাখতে হয়েছে ২১ জুলাইয়ের (21 July) অনুষ্ঠান। এ বার তাই সেই সমাবেশই বেশ জাঁকজমক করেই পালন হবে পুরনো জায়গা ধর্মতলাতে (Dharmatal)। এবার সেই সমাবেশ সফল করতে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই ভিডিয়ো বার্তায় সমাবেশ সফল করতে সহযোগিতার আহ্বান ও আবহাওয়া নিয়েও একাধিকবার সর্তকতার বার্তা দিলেন মমতা।
ভিডিও বার্তায় তিনি বলেন ‘আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় একটি দিন। এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ মা মাটি মানুষকে উৎসর্গ করা। সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করি।’প্রতি বছর এই ২১ জুলাইয়ের সমাবেশের দিনই প্রবল ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, ‘যদিও এই সময়টায় আবহাওয়াটা একদমই ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়। তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন।