December 22, 2024

তালিকায় একাধিক নাম, চিন্তায় পদ্মফুল শিবির ,একুশে জুলাইয়ে কী বড় ভাঙনের মুখে বিজেপি? 

1 min read

তালিকায় একাধিক নাম, চিন্তায় পদ্মফুল শিবির ,একুশে জুলাইয়ে কী বড় ভাঙনের মুখে বিজেপি? 

গত দুবছর করোনার (Corona) কারণে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। আগামীকাল বিপুল জনসমাগম মাঝে অনুষ্ঠিত হতে চলেছে ‘শহীদ দিবস’ সমাবেশ। তবে এ বছর লাখ লাখ লোকের মাঝেই পালিত হবে ‘একুশে জুলাই’ অনুষ্ঠান। ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে এবং এ অনুষ্ঠানে একাধিক চমক থাকতে পারে বলেও মতপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে বঙ্গ রাজনীতিতে বড় প্রশ্ন, তবে কি এই চমকের মাঝে দলবদলের সম্ভাবনা থাকতে চলেছে? ইতিমধ্যে এই জল্পনাই ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির (BJP)। তবে শেষপর্যন্ত কি হবে, তার উত্তর আগামীকালই মিলবে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক নেতা নেত্রী বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে, তৃণমূলের জয়লাভের পর অবশ্য বদলায় পরিস্থিতি। গত এক বছরে পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন বহু নেতা। মুকুল রায় থেকে রাজীব ব্যানার্জী এবং অর্জুন সিংয়ের মতো অভিজ্ঞ নেতাদের দলবদলের কারণে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আগামীকাল পুনরায় একই ঘটনা ঘটলে দলের সংগঠন যে আরো দুর্বল হয়ে পড়বে, তা বলাবাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *