সাহেবঘাটায় গ্রাম সংযোগে প্রশাসন যেন মিলন মেলার রূপ পেল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে এমন অভিনব প্রশাসনের ভূমিকায় তারা ভীষণ খুশি। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প গুলি উত্তর দিনাজপুর জেলায় সঠিকভাবে রূপায়িত হয় এবং মানুষ সেই সুবিধা গুলি দ্রুত পায় তার জন্য রাজ্যে প্রথম উত্তর দিনাজপুর জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান আজ এই প্রশাসনের মিলন মেলায় রূপশ্রী প্রকল্পে ৪জন ও কন্যাশ্রী প্রকল্পে ৫জনকে সার্টিফিকেট দেওয়া হয়।
আনন্দধারা প্রকল্পে সিসিতে-৩জন ও সি আই এফ প্রকল্পে -৩জনকে৫০হাজার টাকা করে চেক প্রদান করা হয়।গীতাঞ্জলি প্রকল্পে৭জনকে দ্বিতীয় কিস্তির ২১হাজার টাকা করে চেক দেওয়া হয়।সবুজ সাথী প্রকল্পে ৩জনকে সাইকেল,সবুজশ্রী প্রকল্পে ৪জনকে বৃক্ষ প্রদান করা হয়। এছাড়াওস্বাস্থ্য দপ্তর থেকে৭জনকে চশমা প্রদান করা হয়।মৎস দপ্তর থেকে ৪ জনকে হাঁড়ি, জাল ও মৎস চাষের জন্য নানারকম ঔষধপত্র দেওয়া হয়।সামা জিক সুরক্ষা যোজনায় মৃত্যুর কারনে১জনকে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।কৃষি দপ্তর থেকে কিষান ক্রেডিট কার্ড ১২জনকে দেওয়া হয়।দেওয়া হয় খাদ্য দপ্তর থেকে ৪ জনকে ডিজিটাল কার্ড ।কৃষি দপ্তরের এগ্রিকালচারাল মার্কেটিং থেকে ১৭২জন বেনিফিসওয়ারীকে চিহ্নিত করা হয়। ১৫জনকে কাস্ট সার্টিফিকেট ও ৩৮জনের আবেদন পত্র জমা নেওয়া হয়।মঙ্গলবারের গ্রাম সংযোগ অনুষ্ঠানে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার বিশ্বাস,এন আর ই জি এস প্রকল্পের নোডাল অফিসার শুভ্রজিৎ গুপ্ত,মহকুমা শাসক, কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রসূন কুমার ধারা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি দীপা সরকার ,সহ-সভাপতি তপন দেব সিংহ,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,মোমেনা আহমেদ,মালগাও গ্রাম পঞ্চায়েতের প্রধান কলাবতী বর্মন,সাহেবঘাটায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী ও সহকারী শিক্ষক সুভাষ মজুমদার।অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন কালিয়াগঞ্জ ব্লকের মিড-ডে মিল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সেন।প্রশাসনের এই অভিনব প্রশাসনিক মেলায় বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগমে যেন সাহেবঘাটা মিলনমেলার রুপ নিয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});