January 11, 2025

গোলাপী আয়রন ট্যাবলেট চোপড়ার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খাওয়ানো হচ্ছে

1 min read
জয়দেব গোপ চোপড়া ৪ সেপ্টম্বর: রক্ত আল্পতা দূর করার উদ্দেশ্যে চোপড়ার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খাওয়ানো হচ্ছে গোলাপী আয়রন ট্যাবলেট। এদিন চোপড়ার ধিয়াগর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাবারের পর সার বদ্ধ করে দাড়  করিয়ে প্রত্যেককে একটি করে গোলাপি রংয়ের আয়রন বড়ি খাওয়ানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন সরকার জানান, বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের রক্তাল্পতা দূর করার জন্য সপ্তাহে এক দিন ১টি করে আয়রান গোলাপি বড়ি এবং ফলিক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে এই ট্যাবলেট বিনা মূল্যে সরবরাহ করা হচ্ছে । প্রতি মর্মে এই ট্যাবলেট খওয়ানোর খতিয়ান  ব্লক স্বাস্থ্য দপ্তরে পাঠানো হচ্ছে। সপ্তাহের প্রতি সোমবার এই বড়ি খাওনোর নির্দেশ আছে। তবে কোন কারণে সোমবার স্কুল বন্ধ থাকলে পরদিন মঙ্গলবার খাওয়ানো হয়। মাসিক রিপোর্ট ছাড়াও প্রতি সপ্তাহের রিপোর্ট মোবাইলের মাধ্যমে হোয়াইটস অ্যাপ করে পাঠাতে হয়। গত মার্চ মাস থেকে এই পরিষেবা শুরু হয়েছে। ধিয়াগড় স্কুলে ১৩৯ জন ছাত্র ছাত্রীকে এই গোলাপি ট্যাবলেট খাওয়ানো হচ্ছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *