January 11, 2025

শিক্ষক দিবস উপলক্ষে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস এক নয়া দৃষ্টান্ত স্থাপন করল

1 min read

     
তন্ময় চক্রবত্তী , তুফান মহন্ত ঃ-   আজ
শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের
মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস
এক নয়া দৃষ্টান্ত স্থাপন
করল একসঙ্গে
জন
শিক্ষক ও ২ জন  শিক্ষিকাকে তাদের বাড়ি গিয়ে
কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের
সভাপতি কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে
তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ সংবর্ধনা দেয়

সবাই
এই শিক্ষক দিবসের দিন
এই সম্বর্ধনা পেয়ে আনন্দে আবেগে
আপুত হয়ে পড়েন
কেউবা কান্নায় ভেঙে পড়ে
ঘড়িতে তখন বাজে এগারটা মাথার উপর কালো মেঘের
ঘনঘটা ,তবুও উৎসাহের
খামতি
 নেই  কারণ  আজ
যে শিক্ষক দিবস
আজকেই শিক্ষকদের সম্মান পাওয়ার দিন তাই তড়িঘড়ি একসঙ্গে শহর তৃণমূল সভাপতি
কাত্তিক চন্দ্র  পাল এর
নেতৃত্বে বাইক নিয়ে সবাই
ছুটছেন গলি থেকে
গলি শিক্ষকের বাড়িতে
গিয়ে সম্মান জানাতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 যারা একদিন
সমাজের বুকে কারিগরের ভূমিকা
পালন করে সমাজের পাশে
কিছু অবদান রেখে গেছেন তাদের । তবে এদিন যে
সমস্ত শিক্ষক শিক্ষিকাদের
সম্বর্ধনা দেওয়া হলো তাদের
মধ্যে অনেকেই আজকে যারা
সম্বর্ধনা দিতে তাদের বাড়িতে
গিয়েছিলেন অনেকেই  তাদের
শিক্ষক ছিলেন 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


  ফলে
শিক্ষকদের সংবর্ধনা দিয়ে এক ঢিলে
দুই পাখি মারলো শহর
তৃণমূল কংগ্রেস তা বলা যেতেই
পারে এদিন
যারা যারা শহর তৃণমূল
কংগ্রেসের সভাপতি সঙ্গে যান
তারা হলেন কালিয়াগঞ্জ পৌরসভা
উপ পৌরপতি বসন্ত রায়
জেলা তৃণমূলের সহসভাপতি জয়ন্ত
সাহা তৃণমূল কংগ্রেস নেতা
কমল ঘোষ, চন্দন ঘোষ তৃণমূল জেলা
যুব সহ সভাপতি পিন্টু
মোদক


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিন
প্রথমে বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাজনীতিবিদ খাজিরুদ্দিন
আহমেদ এর বাড়ি থেকে শুরু
হয় সংবর্ধনা দেওয়ার পালা প্রথমে পুষ্পস্তবক
এরপর মিষ্টিমুখ উত্তরীয় পরিয়ে তাকে  সম্মান জানান তৃণমূল
কংগ্রেসের সভাপতি কাত্তিক চন্দ্র
পাল 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এরপর
এক সাক্ষাৎকারে খাজির উদ্দিন আহমেদ
জানান আজকের দিনে সবাই
সবাইকে ভুলতে বসেছে ,সেই সময় দাঁড়িয়ে
 শহর তৃণমূল কংগ্রেস
তাকে যে মনে করে এই সম্মান
দি তা তিনি
কোনদিনও ভুলবেন না
তিনি যখন এই কথাগুলো
বলছিলেন তখন তার আবেগের
ভেসে গিয়েছিল দুই  চোখ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এরপর আবার
সবাই মিলে ছুটে যান  প্রবীণ
শিক্ষাবিদ মদন গোপাল কর্মকারের কাছে
,সেখানেও
একইভাবে তাকে সম্মান জানানো
হয় এরপর একে একে বিশিষ্ট
শিক্ষাবিদ দিলীপ চক্রবর্তী, জীবন নায়েক, দীপা চৌধুরী ,মনোরঞ্জন লাহা ,মমতা কুন্ডু, উত্তম ভট্টাচার্য এর  কাছে গিয়ে সম্বর্ধনা
জানানো হয় 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অবসরপ্রাপ্ত
শিক্ষক শিক্ষিকারা  এদিন কালিয়াগঞ্জ শহর
তৃণমূল এর কাছ থেকে
তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা পেয়ে প্রত্যেকে
ভীষণ খুশি বলে জানান


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


শহর
তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র
পাল জানান সমাজের কারিগর
শিক্ষকরা, সমাজের এই সব শিক্ষকরা  মেরুদন্ড তাই
এই শিক্ষকদের
আজকের দিনে সম্বর্ধনা দিতে
পারায় তারা নিজেরাও আজ
গর্বিত তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা আজ শিক্ষক দিবস পালন করলেন এই ভাবেই  

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *