January 11, 2025

শিক্ষক দিবসে বালুরঘাটের অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতনে ডানা মেললো "ইচ্ছা"

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস ,বালুরঘাট,5ই সেপ্টেম্বর :-শিক্ষক দিবসে বালুরঘাটের অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতনে ডানা মেললো “ইচ্ছা”l  অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতনের 2013 সালের মাধ্যমিক ব্যাচের মুনমুন ,সুমনা,উদয়রা প্রায় পাঁচ বছর হলো স্কুল ছাড়লেও স্কুলের প্রতি তাদের অদম্য টান আজ অব্যাহত l নিজেরা জীবন দিয়ে চাক্ষুস করেছে দারিদ্রতা কিন্তু দারিদ্রতাকে উপেক্ষা করে পড়াশোনা,খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি তাদের আগ্রহ ছিল প্রবল l নিজেদের মতো যাতে আর কেও অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য এগিয়ে এলো তারা l পাশে পেলো ওই বিদ্যালয়ের শিক্ষক তুহিন শুভ্র মণ্ডলকে l অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতনে শিক্ষক দিবসের পুন্য লগ্নে আজ শুভ  প্রকাশ ঘটলো মুনমুন,সুমনা,উদয়,সাহেব,


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তুহিন দের ” ইচ্ছা “l  “ইচ্ছা “একজন গরিব ছাত্র ছাত্রীর পড়াশোনা ,খেলাধুলা ,সংস্কৃতি তে ইচ্ছা পূরণের একটি প্ল্যাট ফর্ম l এই স্কুলের অপর দুই ছাত্র মুন্না বর্মন পেশায় বি.এস.এফ এবং বাবুন সরকার পেশায় সি.আর.পি.এফ ” ইচ্ছা “র মহতী উদ্দেশ্যে উদ্বুদ্ধ হয়ে তারাও নিজেদের যুক্ত করেছে গ্রামীণ দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের সুপ্ত বাসনা ও প্রতিভার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে l  মুনমুন ,সাহেব ,সুমনা ,উদয়দের কোথায় তুহিন স্যার বিষয়টা আমাদের জানায় ,ভাবনাটি আমাদের ভালো লাগে l নিজেদের গ্রামের ,নিজেদের স্কুলের কারোর জন্য যদি কিছু করতে পারি ধন্য হবো l 
    এপ্রসঙ্গে শিক্ষক,পরিবেশবিদ ও আত্রেয়ী বাঁচাও আন্দোলনের মুখ তুহিন শুভ্র মন্ডল জানান ,” কৃতজ্ঞতা জানাই অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতন অর্থাৎ আমার স্কুলকে l  যেকোনো মহতী উদ্যোগে আমি সবসময় আমার স্কুলকে পাশে পাই l এই ভাবে স্কুলের প্রাক্তনীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে কোনো প্রতিভাবান এর প্রতিভায় অঙ্কুরে বিনষ্ট হবে না l “


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস ,শিক্ষক অমিতাভ সমজদার ,দেবাশীষ মন্ডল প্রমুখরা জানান – ইচ্ছার উদ্যোগ ভালো ,আমরা সব রকম সহযোগিতার জন্য তৈরী l ইচ্ছা তার কাঙ্খিত পথে এগিয়ে চলুক l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *