January 11, 2025

বি জে পি কর্মীদের বিএরুদ্ধে মিথ্যা মামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে থানায় বিক্ষোভ ও ডেপুটেশন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে আজ পর্যন্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ,লাগামহীন অত্যাচার পুলিশ ও তৃণমূলের গুন্ডাবাহিনীর মদতে চলে আসছে।তার প্রতিবাদে বিজেপির গ্রাম ও শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানার আই সির মাধ্যমে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হল।বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ সরকার বলেন তারা চান অবিলম্বে রাজ্যে আইনের শাসন ফিরে আনার সাথে সাথে বিজে পির কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।
অবিলম্বে আইনের শাসন ফিরিয়ে আনা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানান।কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় স্মারক লিপি গ্রহণ করে বলেন তিনি যথা যথাস্থানে তা পাঠিয়ে দেবেন বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন উপস্থিত ছিলেন বিজেপির ২০ নম্বর কালিয়াগঞ্জ গ্রাম মন্ডল কমিটির পক্ষ থেকে  সভাপতি কার্তিক পাহান,১৮নম্বর কালিয়াগঞ্জ গ্রাম মন্ডল কমিটির সভাপতি কমল চন্দ্র সরকার,১৯নম্বর কালিয়াগঞ্জ গ্রাম মন্ডল কমিটর সভাপতি উৎপল চন্দ্র রায় ও বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির কনভেনার গৌরাঙ্গ দাস।কালিয়াগঞ্জ মগেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল একটি মিছিল শহর পরিক্রমা করে মিছিলটি থানার সম্মুখে হাজির হয়।কালিয়াগঞ্জ থানার সামনে  বিক্ষোভ দেখায় দলের কর্মী ও সমর্থকেরা।বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা ছিল নজর কারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *