January 11, 2025

কেরালার বন্যা দুর্গতদের পাশে মহিমচন্দ্রা বিদ্যাভবনের এন এস এস ইউনিটের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা

1 min read
তপন চক্রবর্তীশুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ধনকোল লক্ষীপুর মহিমচন্দ্র বিদ্যাভবনের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীরা কেরালার বন্যাদুর্গতদের  সাহায্যর্থে পথে নামলো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শুক্রবার ছাত্র ছাত্রীরা ধনকোল, রশিদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ী,সাধারণ মানুষদের কাছে কেরালার বন্যা দুর্গত ভাইবোনদের জন্য সাহায্য চাইলে যে যার  সাধ্যমত  মানবিক আবেদনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে বিদ্যালয়ের শিক্ষক ডঃ কাঞ্চন দে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি বলেন এলাকার মানুষজন মহিমচন্দ্র বিদ্যালয়ের এই ধরনের সমা জ সেবামূলক কাজের জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভূয়সী প্রশংসা ও অভিনন্দন জানায়।এলাকার শিক্ষানুরাগী উৎপল কুন্ডু বলেন এই ধরনের দায়িত্ব ও কর্তব্যবোধ শিক্ষার একটি অঙ্গ।

এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্ৰকৃত শিক্ষার বাস্তব পরিচয় তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পেরেছে বলে তিনি মনে করেন।ধনকোলের সমাজসেবী ভানু প্রতাপ শর্মা বলেন মহিমচন্দ্র বিদ্যাভবনের এই ধরনের সেবামূলক কাজ অন্যদের উৎসাহ যোগাবে।বিদ্যালয়েরএন এস এস ইউনিটের  ভারপ্রাপ্ত শিক্ষক কার্তিক পাহানের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই সমাজসেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ে বলে জানা যায়।তাকে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক গৌতম বিশ্বাস ও ইউনুস আলী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *