পুজোর আগেই রাস্তা হবে ঝা চকচকে ,আর আলো দিয়ে মুরিয়ে দেওয়া হবে কালিয়াগঞ্জ শহর কে জানালেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল
1 min read
তন্ময় চক্রবত্তী , শঙ্কর গুপ্তা ঃ- পুজোর আগেই রাস্তা হবে ঝা চকচকে আর আলো দিয়ে
মুরিয়ে দেওয়া হবে শহর
কে। আর
মানুষকে অসুবিধার সনুখিন হতে হবে
না বলে আশ্বাস দিলেন
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরপতি
কার্তিক চন্দ্র পাল।
মুরিয়ে দেওয়া হবে শহর
কে। আর
মানুষকে অসুবিধার সনুখিন হতে হবে
না বলে আশ্বাস দিলেন
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরপতি
কার্তিক চন্দ্র পাল।
কালিয়াগঞ্জের পৌরপতি কার্তিক চন্দ্র পাল ছবি ঃ- সত্যেন মহন্ত |
তিনি বলেন বিগত বছর
গুলিতে মানুষ ভীষন অসুবিধায়
সণ্মূখীণ হত শহরের ছোট রাস্তার জন্য।অনেক
জায়গায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ছিল
না। কিন্তু
এবছর গোরার দিক থেকে
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর
অনুপ্রেরণায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহন মন্ত্রী
শুভেন্দু অধিকারির আন্তরিক প্রচেষ্টায় শহর জুরে যে নানান উন্নয়ন মুলক
কাজ শুরু হয়েছে যার
ফলে এখন শহরের বিভিন্ন
জায়গায় মানুষদের কিছুটা অসুবিধায় পরতে হচ্ছে।কিন্ত
সেই কাজ গুলি হয়ে
যাওয়ার পর মানুষকে আর পুরোনো
দিন গুলির দিকে তাকাতে
হবে না,শহরের চেহারাই
পাল্টে যাবে।
গুলিতে মানুষ ভীষন অসুবিধায়
সণ্মূখীণ হত শহরের ছোট রাস্তার জন্য।অনেক
জায়গায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ছিল
না। কিন্তু
এবছর গোরার দিক থেকে
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর
অনুপ্রেরণায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহন মন্ত্রী
শুভেন্দু অধিকারির আন্তরিক প্রচেষ্টায় শহর জুরে যে নানান উন্নয়ন মুলক
কাজ শুরু হয়েছে যার
ফলে এখন শহরের বিভিন্ন
জায়গায় মানুষদের কিছুটা অসুবিধায় পরতে হচ্ছে।কিন্ত
সেই কাজ গুলি হয়ে
যাওয়ার পর মানুষকে আর পুরোনো
দিন গুলির দিকে তাকাতে
হবে না,শহরের চেহারাই
পাল্টে যাবে।
কালিয়াগঞ্জ শহর ছবি ঃ- সত্যেন মহন্ত
|
তাই দ্রুত গতিতে শহরের
উন্নয়নের কর্মকান্ড হওয়ার ফলে আজ
বিভিন্ন জায়গায় মানুষকে একটু অসুবিধার
মধ্যে পরতে হচ্ছে।পৌরপতি জানান বড়
কিছু পেতে হলে একটু
কষ্ট করতে হয়।
যে শহরের উন্নয়ন ছিল
একদিন কালিয়াগঞ্জ
বাসির কাছে স্বপ্ন আজ
সেই স্বপ্ন সত্যিকারে বাস্তবায়িত
হচ্ছে রাজ্যের মূখ্যমন্ত্রীর আন্তরিকতায়।
উন্নয়নের কর্মকান্ড হওয়ার ফলে আজ
বিভিন্ন জায়গায় মানুষকে একটু অসুবিধার
মধ্যে পরতে হচ্ছে।পৌরপতি জানান বড়
কিছু পেতে হলে একটু
কষ্ট করতে হয়।
যে শহরের উন্নয়ন ছিল
একদিন কালিয়াগঞ্জ
বাসির কাছে স্বপ্ন আজ
সেই স্বপ্ন সত্যিকারে বাস্তবায়িত
হচ্ছে রাজ্যের মূখ্যমন্ত্রীর আন্তরিকতায়।
উচ্চ বাতি স্তস্ত লাগানোর ব্যাবস্থা করা হবে ছবি ঃ- সত্যেন মহন্ত
|
তিনি
বলেন যে ভাবে কাজ
চলছে তাতে এবার পুজোর
আগেই শহর বাসী পেতে
চলছে ঝা চকচকে রাস্তা।শুধু
তাই নয় শহর জুরে
মুড়িয়ে দেওয়া হবে এল এ ডি
লাইটে।
বলেন যে ভাবে কাজ
চলছে তাতে এবার পুজোর
আগেই শহর বাসী পেতে
চলছে ঝা চকচকে রাস্তা।শুধু
তাই নয় শহর জুরে
মুড়িয়ে দেওয়া হবে এল এ ডি
লাইটে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ শহর ছবি ঃ- সত্যেন মহন্ত
|
যা
একদিকে যেমন শহরেরে সৌন্দর্যকে
শ্রীবৃদ্ধি করবে তেমনেই পৌরসভার
বিভিন্ন পোলে পোলে সেই
এল ডি আলো মানুষকে
স্বাচ্ছন্দ্য নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌচ্ছে
দিবে ।
একদিকে যেমন শহরেরে সৌন্দর্যকে
শ্রীবৃদ্ধি করবে তেমনেই পৌরসভার
বিভিন্ন পোলে পোলে সেই
এল ডি আলো মানুষকে
স্বাচ্ছন্দ্য নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌচ্ছে
দিবে ।
ছবি ঃ- সত্যেন মহন্ত
|
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পৌরপতি
আরো জানান শহরের বিভিন্ন
জায়গায় এই এল এ
ডি আলো ছাড়াও
উচ্চ বাতি স্তস্ত লাগানোর
ব্যাবস্থা করা হবে।
এছাড়া শহরের
হাইড্রেনের কাজ শুরু হওয়ায়
বিভিন্ন জায়গায় রাস্তাঘাট একটু
খারাপ হয়ে গিয়েছে।
সেগুলি যাতে দ্রুত ঠিক
করা যায় সে জন্য
পৌরসভা দ্রুততার সাথে কাজ করছে ।
আরো জানান শহরের বিভিন্ন
জায়গায় এই এল এ
ডি আলো ছাড়াও
উচ্চ বাতি স্তস্ত লাগানোর
ব্যাবস্থা করা হবে।
এছাড়া শহরের
হাইড্রেনের কাজ শুরু হওয়ায়
বিভিন্ন জায়গায় রাস্তাঘাট একটু
খারাপ হয়ে গিয়েছে।
সেগুলি যাতে দ্রুত ঠিক
করা যায় সে জন্য
পৌরসভা দ্রুততার সাথে কাজ করছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি ঃ- সত্যেন মহন্ত
|
কার্তিক পাল
আরও জানান এত
বড় উন্নয়ন এর কাজ
করতে গিয়ে কালিয়াগঞ্জের মানুষ যে ভাবে সহযোগিতা করছে তার জন্য তিনি
সকলকে অভিনন্দন জানান। এমনভাবে ই আগামীদিনেও মানুষ তাকে সহযোগিতা
করবেন বলে তার আশা।
আরও জানান এত
বড় উন্নয়ন এর কাজ
করতে গিয়ে কালিয়াগঞ্জের মানুষ যে ভাবে সহযোগিতা করছে তার জন্য তিনি
সকলকে অভিনন্দন জানান। এমনভাবে ই আগামীদিনেও মানুষ তাকে সহযোগিতা
করবেন বলে তার আশা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে |
সব
মিলিয়ে শহর বাসী এবার নতুন
ভাবে পুজোর দিন গুলিতে
সুন্দর ভাবে পুজো দেখতে
পারবে সে ব্যাপারে কোন
সন্দেহ নেই। এদিকে
পৌরসভা এহেন ভুমিকায় ভীষন
খুশী শহরবাসী ।
মিলিয়ে শহর বাসী এবার নতুন
ভাবে পুজোর দিন গুলিতে
সুন্দর ভাবে পুজো দেখতে
পারবে সে ব্যাপারে কোন
সন্দেহ নেই। এদিকে
পৌরসভা এহেন ভুমিকায় ভীষন
খুশী শহরবাসী ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে |
সব শেষে বলতেই হবেএই ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছেযাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাব ।
বড় কিছু কাজ কি গো সহজে হয়!!!কষ্ট কে মনে কর কষ্ট নয়।
বড় কিছু কাজ কি গো সহজে হয়!!!কষ্ট কে মনে কর কষ্ট নয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে ছবি ঃ- সত্যেন মহন্ত
|