কুশমন্ডিতে অনুষ্ঠিত অনুর্ধ১৭ ও অনুর্ধ১৯দুই বিভাগের কাবাডি খেলায় মালদা জেলার জয়জয়কার
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে অনুষ্ঠিত অনুর্ধ ১৭ ও অনুর্ধ ১৯ দুই বিভাগেই মালদা জেলা চ্যম্পিয়ানের গৌরব অর্জন করলো।
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে অনুর্ধ ১৭ ছেলে ও মেয়েদের এবং অনুর্ধ১৯ছেলে ও মেয়েদের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
মালদা জেলা অনুর্ধ ১৭বিভাগে দক্ষিণ দিনাজপুর জেলাকে হারিয়ে যেমন চ্যাম্পিয়ান হয়।তেমনি মালদা জেলা অনুর্ধ ১৯বিভাগেও সিলিগুড়িকে হারিয়ে চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে।দক্ষিন দিনাজপুর জেলা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক বিভাস সাহা জানান আগামী ১৪ই সেপ্টেম্বর অনুর্ধ১৭রাজ্য স্তরের খেলায় অংশগ্রহণ করবার জন্য দীঘায় মালদা
দল যাচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});