আন্ত বিদ্যালয় ফুটবল প্রতি যোগীতায় সুদর্শনপুর দ্বারিক প্রসাদ উচ্চ বিদ্যালয় জয়ী
1 min read
তপন চক্রবর্তী—-বিন্দোল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিন্দোল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী রায়গঞ্জ উত্তর জোনের আন্ত: বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা।শুক্রবার এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়,ফাইনালে সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ বিদ্যাচক্র বিন্দোল উচ্চ বিদ্যালয়কে টাই ব্রেকারে ৪-২গোলে পরাজিত করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই খেলায় মোট ১০টি স্কুল অংশগ্রহণ করেছিল। স্বর্গীয় দামোদর রায় স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন ৪ নং বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লাইলা খাতুন মহাশয়া ও বিজিত দলের হাতে স্বর্গীয় অমল কুমার দাস স্মৃতি রানার্স ট্রফি তুলে দেন পরিচালন সমিতির সভাপতি চন্দন বর্মন মহাশয়।এই খেলাকে কেন্দ্র করে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।প্রায় ৫০০০ দর্শক আজকের খেলায় উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্ট এর সেরা খেলো়য়াড়ের শিরোপা পেয়েছে বিন্দোল উচ্চ বিদ্যালয়ের সন্তোষ মুর্মু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});