January 11, 2025

প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্পের সুবিধা পেয়ে ভীষণ খুশি গ্রামের মানুষরা

1 min read

তন্ময় চক্রবত্তী ঃ একদিন স্বপ্ন ছিল ব্যাংকে খাতা খুলে নিজেই লেনদেন করবেন কারো ওপর ভরসা করবেন না কিন্তু বাধ সেধেছিল সেই সময় অর্থকড়ির কারণ  যে টাকা লাগতো সেইসময় ব্যাংকে সেই টাকা জোগাড় করাই ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কিন্তু আজ চিত্রটা অনেকটাই বদলে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৎপরতায় প্রধানমন্ত্রী জন ধন  যোজনা চালু হওয়ায় গ্রামের মানুষরা ভীষণ খুশি তাদের স্বপ্ন আজ বাস্তবে রূপায়িত হওয়ায় আজ সচ্ছল ভাবে বসবাস করছে ,নিজেরাই ব্যাংকে এসে নিজেদের 0 ব্যালেন্সে একাউন্টে নিজেরাই টাকা জমা দিয়ে যখন ইচ্ছা তখন সেই টাকা যেমন তুলছেন এটিএম কাউন্টারে এসে তেমনি তাদের সেই একাউন্টে গ্যাসের ভর্তি টাকা ঢূকছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


শুধু তাই নয় সাধারণ মানুষরা  আরো জানান এখন তারা অনায়াসে ব্যাংক থেকে ছোটখাটো ঋণ  পেয়ে যাচ্ছেন ফলে সেই  টাকা দিয়ে আজ তাঁরা  স্বনির্ভর হচ্ছেন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সব মিলিয়ে জমা ধন যোজনা আজ গ্রাম অঞ্চলের মানুষদের কাছে নতুন দিশার সন্ধান দিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এডিবি শাখায় দেখা মিলল এমন কিছু মহিলাদের সঙ্গে  যাদের  মধ্যে  অচেনা খাতুন,সবিতা দাস , সরস্বতী রায়, সোনালী রায্‌, সোনালী রায় এই প্রকল্পের সুবিধা  পেয়ে  ভীষণ খুশি তারা আনন্দের সঙ্গে জানালেন এই সমস্ত কথা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *