'করম উৎসব
1 min read
তপন চক্রবর্তী- আদিবাসী সমাজের মুন্ডা সম্প্রদায়ের করম উৎসব ভাদ্র মাসের একাদশী তিথি ও পূণিমা তিথিতে হয় ।করম উৎসব নানান ধরনের নামে হয়ে থাকে।যেমন জিতিয়া করম,দাশাই করম,রাজ করম,বুড়হি করম,ঢেড়িয়া করম ইত্যাদি।বিরসা সেবা সমিতির জোনাল কমিটির ব্যবস্থাপনায় প্রতিবছর জাঁকজমকের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের বালাবন্ধ বিদ্যালয়ে সারারাত ধরে এই করম অনুষ্ঠান হয়ে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিরসা সেবা সমিতির রাজ্য সাধারণ সম্পাদক ধীরেন পাহান শনিবার এক সাক্ষাৎকারে বলেন ঈশ্বর বা দেবতা না মানলে কি ফল ভোগ করতে হয় তা কারমা ও ধারমার জীবন কাহিনীর মধ্য দিয়ে পাওয়া যায়।গাছের ডাল দিয়ে করম পূজার উৎসব শুরু হয়।ভাদ্র মাস থেকে করম পূজা শুরু হয়ে মাঠে ধান কাটতে নামার আগ পর্যন্ত চলে বলে ধীরেন বাবু জানান।তিনি বলেন আগামী ২৪শে সেপ্টেম্বর আদিবাসী সমাজের মুন্ডা সম্প্রদায়ের এই অনুষ্ঠানের জন্য শুরু হয়েছে জোর প্রস্তুতি।এবারের অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক,এস পি সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে সামিল হচ্ছেন বলে ধীরেন বাবু জানান।এই অনুষ্ঠানে মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী নৃত্য শিল্পীদের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান সবাইকে বিশেষভাবে আকর্ষণ করে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});