অনাথ আশ্রমের শিশুদের সেবায় থানা পাড়া ইয়ংস্পোর্টিং
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--সোমবার মহালয়ার দিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের থানা পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব ক্লাবের দুর্গাপূজার খরচ বাঁচিয়ে অনাথ আশ্রমের কচিকাঁচাদের হাতে শীতবস্ত্র,খাতা,কলম এবং তার সাথে দুপুরে কব্জি ডুবিয়ে আহারের ব্যাবস্থা করার এক অভিনব আয়োজন করে।
ছবি :- শঙ্কর গুপ্তা |
এই অভিনব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,বিশিষ্ট সমাজসেবী অসীম ঘোষ,ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি বিকাশ ভদ্র,সম্পাদক জ্যোতি বিকাশ ভদ্র,কুশমন্ডি ব্লকের মস্তইল নীলকন্ঠ স্বর্গ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা রনজিৎ দত্ত ও পূজা কমিটির সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
ছবি :- শঙ্কর গুপ্তা |
কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন পূজার আগে শহরের সমস্ত ক্লাব কর্তৃপক্ষ যখন ক্লাবের দুর্গা পূজা নিয়ে ব্যস্ত তখন থানাপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সদস্যরা মানবসেবার মত মহান কাজে ব্রতী হওয়ায় আমি এই কাজের জন্য তাদের অভিনন্দন জানাই।
তিনি আর ও বলেন নীলকন্ঠ স্বর্গ আশ্রমের কোন রকম সাহায্যের প্রয়োজন হলে তিনি অবশ্যই সহযোগিতা করবেন বলে জানান।
নীলকন্ঠ স্বর্গ আশ্রমের প্রতিষ্ঠাতা রনজিৎ দত্তকে তিনি অভিনন্দন জানান তার মানবসেবার উজ্বল দৃষ্টান্ত দেখে।
ছবি :- শঙ্কর গুপ্তা |
বিশিষ্ট সমাজসেবী অসীম কুমার ঘোষ বলেন আমরা অনেকেই যখন ব্যক্তিগত স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকি তখন বর্তমান সময়েও রনজিত দত্তের মত স্বার্থ ত্যাগী মানুষ আমাদের সমাজে আজও আছে বলেই দেশ চলছে।
পূজা মিটে গেলে আশ্রমের ব্যাপারে কতখানি কি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করবেন বলে জানান।থানাপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সম্পাদক জ্যোতি বিকাশ ভদ্র বলেন আমাদের ক্লাব প্রতি বছরই এই ধরনের সমাজসেবা মূলক কাজ করে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন মোট ৩৫জন আশ্রমের আদিবাসী ছাত্রদের শীতবস্ত্র,কাগজ কলম দেওয়া হয়েছে।প্রত্যেক ছাত্রদের দুপুরে পেটপুরে খাবারের ও ব্যবস্থা আমরা করেছি বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের পূজা কমিটির সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী বলেন পূজার চাকচিক্য একটু কমিয়ে যদি কচিকাঁচাদের মুখে একটু হলেও হাসি যদি আমরা সবাই মিলে ফোটাতে পারি তাহলে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নীলকন্ঠ স্বর্গ আশ্রমের প্রাণ পুরুষ রনজিৎ দত্ত বলেন আমার আশ্রমের জন্য যে ভাবে সবাই সাহায্যে র হাত বাড়িয়ে দিচ্ছে তাতে একদিন না একদিন এই অনাথ আশ্রম মহিরুহে পরিণত হবে বলেই তার দৃঢ বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});