মহালয়ার শুভ লগ্নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন কালিয়াগঞ্জ সারদা দেবী কলেজ অফ এডুকেশনের
1 min read
সত্যেন মোহন্ত ও শংকর গুপ্তা– আজ মহালয়ার শুভ লগ্নে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সারদা দেবী কলেজ অফ এডুকেশনের দ্বিতীয় বছর পদার্পণ উপলক্ষে কলেজের ছাত্র ছাত্রীরা মিলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করে।
এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল,উপপৌরপতি বসন্ত রায় ,৭ নং ওয়ার্ডের কাউন্সিলার অমিতদেব গুপ্ত ,নাট্যপ্রেমী বিভূভষণ সাহা,শিক্ষানুরাগী রাজেন্দ্র সরকার,সভাপতি হিসেবে ছিলেন বিমল সেন ,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেবসিংহ ।
এছাডাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়নের সদস্য অসীম ঘোষ,হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় ,কলেজের সম্পাদক শেখর গুহ ,দেবাশিষ মজুমদার,দেবব্রত দাস ,জয়শ্রী হাজরা সহ প্রমুখ বিশিষ্ট সদস্যবৃন্দ
এদিনের এই অনুষ্ঠানে পুরো দায়িত্ব ছিলো শিক্ষিকা কুহেলি বিশ্বাস,পিয়ালি চক্রবর্তী ও সুপ্রিয়া চক্রবর্তী ।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগিত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয। কলেজের ছাত্রী ব্রততী সাহা ও কুহেলি চাটার্জি নৃত্য পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানে শুভরম্ভ হয।এছাড়া ও এদিনে মেয়েদের মধ্যে নৃত্য পরিবেশন করে নেহা সাহা,সোলাঙ্কি কুণ্ডু ,রিয়া শিল,সুপ্রদিপ্তা কুণ্ডু ,মধুমন্তি পাল,পিয়া গুপ্তা ,রিতা বর্মন ,সুলভা সিং ও ছেলেদের মধ্যে নৃত্য পরিবেশন করে মনিরঞ্জন রায় ,রাজেশ মুর্মু ,ধনঞ্জয় দেবশর্মা সহ প্রমুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});