কালিয়াগঞ্জ পৌর সভা শতাধীক সাফাই কর্মীদের পোষাক ও পরিচয়পত্র প্রদান করল
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর –সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভা মহালয়ার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর সভার শতাধিক সাফাই কর্মীদের হাতে তাদের পোষাক ও পরিচয় পত্র তুলে দেয়।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি কার্তিক চন্দ্র পাল সাফাই কর্মীদের হাতে তাদের পোষাক ও পরিচয় পত্র তুলে দিয়ে বলেন সম্ভবত কালিয়াগঞ্জ পৌর সভা এই প্রথম উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার পৌর সভা গুলির মধ্যে সাফাই কর্মীদের জন্য এই অভিনব উদ্যোগ গ্রহন করলো।
পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন সাফাই কর্মীদের এতদিন কোন পরিচয়পত্র এবং ইউনিফর্ম থাকার কারনে অনেক সময় সমস্যা হত।এখন আর সেই সমস্যা হবেনা।এই অনুষ্ঠানে পৌরসভার উপ-পৌর পিতা বসন্ত রায়,পৌরসভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন,কমিশনার অমিত দেবগুপ্ত,পূরবী সরকার,শচীন সিংহ রায়,মিলন বিশ্বকর্মা,পৌর সভার কর্মী চন্দন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।কালিয়াগঞ্জ পৌর সভার বেশ কয়েকজন সাফাই কর্মীরা জানায় এর আগে কোন চেয়ারম্যান সাফাই কর্মীদের জন্য ভাবেন নি।
আমরা আজ পরিচয় পত্রের সাথে পোশাক পেয়ে খুব খুশি হয়েছি।আমাদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেল।সাধারণ মানুষ আমাদের দেখেই বঝতে পারবে এরা পৌরসভার সাফাই কর্মী।মানুসর্র মধ্যে আর কোন বিভ্রান্তি থাকবেনা।এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});