January 11, 2025

পুজোর আগে নয়া চমক দিল কালিয়াগঞ্জ পৌরসভা

1 min read

তন্ময়  চক্রবত্তী , শঙ্কর গুপ্তা  ঃ- কালিয়াগঞ্জ এর প্রতিটি বাড়িতে বিনা পয়সায় পানীয় জল দেওয়ার প্রাথমিক পর্বের কাজ শুরু করে দিল কালিয়াগঞ্জ পৌরসভা এই মর্মে কালিয়াগঞ্জ  প্রতিটি ওয়ার্ডে  ওয়ার্ডে মাইকিং করে বিনা পয়সায় পানীয় জল নেওয়ার জন্য আবেদন পত্র নেওয়ার অনুরোধ করা হচ্ছে  গত তিন দিন ধরে ।


  এর ফলে
খুশি কালিয়াগঞ্জের  নাগরিকরা। এদিকে  
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন ,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের আন্তরিক প্রচেষ্টায় এই বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু হতে চলছে। 

 তিনি বলেন মা মাটি মানুষের পৌরবো হওয়ার পরে পৌরসভার প্রধান লক্ষ্য ছিল বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের  বিগত  বোর্ডের সিদ্ধান্ত ছিল বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ  হলে শহরের
নাগরিকদের  কাছ থেকে এর
 জন্য  প্রায় আট হাজার টাকা করে নেওয়া  হবে।


কিন্তু যখন বোর্ডের পরিবর্তন হয়ে   মা মাটি মানুষের পৌরবোর্ড ক্ষমটায় আসে তখন  থেকে বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে দরবার  করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করা হয় যেন এখানে প্রচুর গরীব মানুষের বাস করে তারা  যাতে বিনা পয়সায় সেই জল পায়। এর পর মুখ্যমন্ত্রী তাদের আবেদনে সাড়া দিয়ে অনুমোদন করেন যাতে যাতে বিনা পয়সায় সেই জল পায় সাধারণ মানুষরা
। 


তিনি আরও  জানান  টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন পৌর এলাকার নাগরিকরা নির্দিষ্ট ফরমে আবেদন করলে তারা এই প্রকল্পের সুবিধা পাবেতিনি বলেন এই প্রকল্পে প্রায়
১৪কোটি টাকা ব্যয় করা হয়েছে।

 এদিকে এই প্রকল্পের
কাজ শুরু হলেও আগামীতে যাতে আরো বড় করে করা যায় এই প্রকল্পের কাজ   তার
জন্য বিভাগীয় দপ্তর এর সাথে যোগাযোগ করা হচ্ছে ।তার আশা আগামী দিনে কালিয়াগঞ্জ এ
প্রতিটি নাগরিকরা সবাই এই  প্রকল্পের সুবিধা
পাবেন।  এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে
মাইকিং করার পর   প্রচুর মানুষের ভিড় লক্ষ করা গেছে কালিগঞ্জ পৌরসভায়
। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 সকাল থেকেই শুরু হয়ে
আবেদন পত্র নেওয়ার হিরিক। যারা আবেদন পত্র 
নিতে আসেন
পৌরসভায়  তারা  সকলেই 
হাঁসি মুখে জানালেন   বহু  দিন
পর তাদের স্বপ্ন পুরন করল
কালিয়াগঞ্জ পৌরসভা


তারা সকলেই
রাজ্যের  মুখ্যমন্ত্রীর পাশাপাশি
ধন্যবাদ
জানান কালিয়াগঞ্জ পৌরসভা কে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *