রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে আগমনী বার্তা দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
1 min read
সুকুমার বাড়ই রায়গঞ্জ, ৮ অক্টোবর ; মা আসার খবর ছড়িয়েছে আকাশে বাতাসে। প্রকৃতি সেজে উঠেছে দেবী দুর্গাকে বরণ করবার জন্য। রায়গঞ্জের ২৫টি সাংস্কৃতিক সংস্থার সমন্বিত মঞ্চ রায়গঞ্জ কালচারাল ফোরাম ৭ অক্টোবর সন্ধ্যায় আয়োজন করেছিল আগমনী সন্ধ্যা। কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, এই সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের সময়ে সুস্থ সাংস্কৃতিক চর্চাই হলো একমাত্র পথ।
যে পথে পাওয়া যাবে অসুর শক্তির বিনাশের দিশা। প্রতিবারের ন্যায় রায়গঞ্জবাসীর সার্বিক সহযোগিতায় এবারও আমরা আয়োজন করেছি এই আগমনী বার্তার অনুষ্ঠান।
রায়গঞ্জ ইন্সটিটিউটের সামনে খোলা প্রাঙ্গণে প্রচুর দর্শক মন ভাসাল আগমনী সুরের আবহে। শারোদোৎসবের সূচনা লগ্নে রায়গঞ্জবাসী সংগীত ও নৃত্যমুখর এক অন্য রকম সন্ধ্যা উপভোগ করলো। উদবোধনী সুরের ঝংকার তুলল প্রিয়া সরকারের নেতৃত্বে ত্রিতালের সংগীত ও যন্ত্র শিল্পীরা। তাঁদের গানের মধ্য দিয়ে পাওয়া গেল আগমনী বার্তা।
স্বাগত ভাষণে সভাপতি শুভেন্দু মুখার্জী উপস্থিত সকলকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানান। তিনি সংক্ষেপে মহালয়ার গুরুত্ব বিষয়ে প্রাসঙ্গিক কিছু কথা বলেন। এর পর অজন্তা বক্সির কচিকাঁচা ক্রেশ ও প্লে স্কুলের ক্ষুদে শিল্পীরা নাচ,গান ও তবলা বাজিয়ে দর্শকদের হাততালি আদায় করে নেয়। এদিনের নজরকাড়া আগমনী বিষয়ে নৃত্যালেখ্য মঞ্চায়িত করেন মৈত্রেয়ী দামের নেতৃত্বে ভরতাঞ্জলীর নৃত্যশিল্পীরা। অভিনন্দন দত্তের গীতনিকেতনের সংগীত শিল্পীরা আগমনীর সুরে সুরে সারা প্রাঙ্গণে ছড়িয়ে দেন মাতৃ আগমনের বার্তা।
একক নৃত্য পরিবেশন করেন আলপনা কুন্ডু। মৌসুমি পালের ড্যান্স একাডেমীর শিপ্লীরা, অমলেশ সাহার তত্বাবধানে সরস্বতী নৃত্য বিদ্যালয়ের নৃত্যশিল্পীরা,অর্নব ঘোষের অর্নব ড্যান্স একাডেমীর শিল্পীরা,সৌমিত্র মুখার্জীর তা থৈ এর দলগত নৃত্য, এবং পিয়ালী মিত্রের নৃত্যাঞ্জলীর শিল্পীরা ভিন্ন ভিন্ন গানে নৃত্যের তালে ও ছন্দে অনুষ্ঠান অংগনে নিয়ে আসেন এক অন্য অনুভুতি। দর্শকদের মনে হতে লাগে এই বুঝি মা কৈলাশ থেকে নেমে আসছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষের দিকে দুজন স্বনামধন্যা সংগীতশিল্পীর গান দর্শকদের দেয় মুগ্ধতা আর শুধুই ভালোলাগা। এই দুই শিল্পী হলেন কস্তুরী সেন এবং চিরঞ্জীতা ঘোষ। এদের দুজনের সুরের শিশির গায়ে ও মনে মেখে দর্শকেররা ঘরে ফেরেন। আর কয়েক ঘন্টা পর সেই মাহেন্দ্রক্ষণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যেখানে হবে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা। শুরু হবে মহালয়ায় মাতৃ আগমনের বন্দনা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগীত শিল্পী সর্বানী গিরি মুখার্জী এবং বাচিক শিল্পী অপর্ণা বসু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});