দেবী পক্ষের সূচনায় বুনিয়াদপুর ক্রিয়েটিভ ড্যান্স একাডেমির প্রচেষ্টায় তথ্যচিত্র আগমনীর আলো প্রকাশ
1 min read
-তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ক্রিয়েটিভ ড্যান্স একাডেমির অভিনব প্রচেষ্টার ফসল আগমনীর আলো তথ্য চিত্রটি জনসাধারণের মাঝে প্রকাশ করে সাধারণ মানুষেরY অভিনন্দন পেতে শুরু করলো।তথ্য চিত্রটির মূল বক্তব্য জগৎ সংসারে সবার মধ্যেই চিন্ময়ী দেবী দুর্গার অস্তিত্ব রয়েছে।
মায়ের আশিস সবার মধ্যেই বিরাজমান।এই তথ্য চিত্র প্রকাশের মূল কারিগর এবং সমগ্র বিষয়টি দক্ষতার সাথে অসাধারনভাবে সম্পাদনা করেছেন যিনি তিনি আর কেও নন বুনিয়াদপুর ক্রিয়েটিভ ড্যান্স একাডেমির অধ্যখ্যা দেবস্মিতা সিংহ নন্দী।
আগমনীর আলো তথ্য চিত্রে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করে সমৃদ্ধ করতে যারা সাহায্য করেছেন সেই কুশীলবেরা হলেন পায়েল মন্ডল,দোয়েল মন্ডল,সায়নী সাহা,রিয়া কর্মকার,সুনরিটা চৌধরী,মিতুশ্রী মন্ডল,মিতালী শীল এবং ময়ূরী মিত্র।
সহকারী শিল্পী হিসেবে কাজ করেছেন প্রীতি নন্দী,সুইটি মন্ডল,দিলীপ নন্দী,দৈবিক নন্দী,পেখম সিংহ এবং রাজন্যা বসাক। সমগ্র তথ্য চিত্রটির ক্যামেরা ও সম্পাদনায় ছিলেন রূপক রায়।আগমনির আলো তথ্য চিত্রটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});