কালিয়াগঞ্জ পৌর বাজারে ভাগাড়ে কাণ্ডের পুনরাবৃত্তি,মৃত খাসি কাটতে গিয়ে বিপাকে মাংস ব্যবসায়ী
1 min read
তপন চক্রবর্তী,–উত্তর দিনাজপুর—––শুক্রবার সকাল সকাল বস্তায় করে এক মাংস ব্যবসায়ী মৃত খাসিকে পৌর বাজারে নিয়ে গিয়ে তা কেটে বিক্রী করবার চেষ্টার আগেই ধরা পরে যায়।জানা যায় জনৈক দীপঙ্কর বসাক নামে এক মাংস ব্যবসায়ী তার কর্মচারী দিয়ে মৃত খাসিটিকে বস্তা বন্দি করে বাজারে পাঠালে জনৈক ব্যবসায়ীর সন্দেহ হয়।তৎক্ষণাৎ সেই ব্যবসায়ী কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহাকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।সেখানে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করবার পর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাংস ব্যবসায়ী দীপঙ্কর বসাকের মাংস ব্যবসা বন্ধ করে দেওয়া হয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ঘটনা জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।পরবর্তীতে মাংস ব্যবসায়ী দীপঙ্কর বসাক
পৌর বাজারে গেলে জনতা উত্তেজিত হয়ে পরে।খবর চলে যায় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক পালের কাছে।মৃত খাসি পৌর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবার চেষ্টা করবার খবর পেয়ে চেয়ারম্যান কার্তিক পাল প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন।পরবর্তীতে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা পৌর সভায় গিয়ে
চেয়ারম্যান কার্তিক পালকে সমস্ত ঘটনা জানালে চেয়ারম্যান কার্তিক পাল তৎক্ষণাৎ পৌর বাজারে মাংস
কাটার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিধান্ত গ্রহণ করেন।পৌর সভার চেয়ারম্যান সিদ্ধান্ত নেন আগামী কাল থেকে পৌর বাজারে কোন মাংস বিক্রেতা আগেই কেউ খাসি কাটতে পারবেনা।পৌর সভার কর্মীর সামনে এখন থেকে মাংস বিক্রেতাদের খাসি কাটতে হবে।
পৌর বাজারে গেলে জনতা উত্তেজিত হয়ে পরে।খবর চলে যায় কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক পালের কাছে।মৃত খাসি পৌর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবার চেষ্টা করবার খবর পেয়ে চেয়ারম্যান কার্তিক পাল প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন।পরবর্তীতে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা পৌর সভায় গিয়ে
চেয়ারম্যান কার্তিক পালকে সমস্ত ঘটনা জানালে চেয়ারম্যান কার্তিক পাল তৎক্ষণাৎ পৌর বাজারে মাংস
কাটার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সিধান্ত গ্রহণ করেন।পৌর সভার চেয়ারম্যান সিদ্ধান্ত নেন আগামী কাল থেকে পৌর বাজারে কোন মাংস বিক্রেতা আগেই কেউ খাসি কাটতে পারবেনা।পৌর সভার কর্মীর সামনে এখন থেকে মাংস বিক্রেতাদের খাসি কাটতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ ছাড়াও কোন দুর্বল খাসি কোন ভাবেই পৌর বাজারে কাটা চলবেনা।পৌর সভার পক্ষ থেকে মাংস বাজারের দেখভাল করবার জন্য একজন কর্মীকে চেয়ারম্যান নিয়োগ করেন
বলেও জানা যায়। পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন মাংস ব্যবসায়ী দীপঙ্কর বসাক ভবিষ্যতে কোন দিন পৌর বাজারে মাংস বিক্রয় করতে পারবে না বলে জানিয়ে দেন।জানা যায় মৃত খাসিটিকে পৌর সভাকে হস্তান্তর করলে পৌর সভা ভাগাড়ে নিয়ে গিয়ে তা মাটিতে পুঁতে দেবার ব্যবস্থা করে।এই ঘটনায় চরম উত্তেজনা দেখা গেলেও পরবর্তীতে তা প্রশমিত হয়।
বলেও জানা যায়। পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন মাংস ব্যবসায়ী দীপঙ্কর বসাক ভবিষ্যতে কোন দিন পৌর বাজারে মাংস বিক্রয় করতে পারবে না বলে জানিয়ে দেন।জানা যায় মৃত খাসিটিকে পৌর সভাকে হস্তান্তর করলে পৌর সভা ভাগাড়ে নিয়ে গিয়ে তা মাটিতে পুঁতে দেবার ব্যবস্থা করে।এই ঘটনায় চরম উত্তেজনা দেখা গেলেও পরবর্তীতে তা প্রশমিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});