January 11, 2025

দারুসসালাম প্যট্রিয়োটিক ট্রাষ্টের উদোগে চোপড়ায় রক্তদান শিবির

1 min read
আনওয়ারুল হক,১১ই অক্টোবরঃ-  ‘রক্ত দিবো জীবন বাঁচাবো মানুষের মাঝে বন্ধন তৈরি করবো’এই স্লোগানকে সামনে রেখে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করে দারুস সালাম প্যট্রিয়োটিক ট্রাষ্ট। বিগত পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট শুরু হওয়া থেকে নিয়ে এখনো পর্যন্ত ইসলামপুর ও চোপড়ার রাজনৈতিক পরিবেশ বেশ চরমে।হিংসা, বিদ্বেষ,হানাহানি ও গোলাগুলি অব্যাহত জেলার বিভিন্ন অংশে।এরই মাঝে সম্প্রীতির বার্তা জনমানসে ছড়িয়ে দিতে উদ্যোগী হলেন দারুসসালাম প্যাট্রিয়োটিক ট্রাষ্ট এর শাখা সংগঠন ইসলামপুর প্যসিফিক ব্লাডমেটস।আজ বৃহস্পতিবার তাঁরা আয়োজন করে এক বৃহৎ রক্তদান শিবিরের।চোপড়ার প্রত্যন্ত এলাকার দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অনুষ্ঠিত এই রক্তদান শিবির কে কেন্দ্র করে বেশ হুলুস্থুল বেঁধে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিপুল উৎসাহ ও উদ্দীপনার সহিত রক্তদানে এগিয়ে আসে এলাকার স্থানীয় যুবকরা।কয়েকজন মহিলা সহ সহদেব শর্মা, মতিউর রহমান,মাজহারুল ইসলামরা মিলে সর্বমোট ৯০ জন রক্তদান করেছে বলে জানা গেছে। প্রসঙ্গত আরও জানা যায় উৎসবের দিনগুলোতে ব্লাডব্যাংকে রক্তশূন্যতা লক্ষ্য করা যায়। রক্তের এই অভাব মেটাতে পূজোর আগের এই শিবির বেশ গুরুত্ববহ বলে মনে করেন বিশেষজ্ঞবৃন্দ।উল্লেখ্য ইসলামপুর প্যসিফিক ব্লাডমেটস মূলত রক্তদান বিষয়ক কর্মসূচী বেশ নিষ্ঠার সহিত পালন করে আসছেন এবং সোসাল মিডিয়া তথা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এঁরা রক্তদান ও রক্তের প্রয়োজনীয়তা বিষয়ে বেশ সক্রিয়।
এছাড়াও যারা রক্তদানে ভয়ভীতিতে ভুগে তাঁদেরকে রক্তদানে সচেতনতা সহ উৎসাহ ও অনুপ্রাণিত করে আসছেন। রক্তের প্রয়োজনে রক্তের এই বন্ধন এই বার্তা সমাজের আনাচকানাচে ছড়িয়ে দিতে চায় এই সংগঠনটি। আজকের এই রক্তদান শিবিরে কাজী আনওয়ার,শেখ ফরিদ,কাজী মোহাম্মদ রাফি,জিয়াবুল হক সহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই শিবিরে সর্বময় নেতৃত্বে অংশগ্রহণ করেন বলে জানা যায়।দারুস সালাম প্যাট্রিওটিক ট্রাষ্ট এর সভাপতি আহসান হাবীব রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন যে,’আজকের রক্তদান শিবিরে মানুষদের উৎসাহে আমরা আপ্লুত।আয়োজন পুরোপুরি সার্থক বলে মনে করা যেতে পারে।মানবসেবার এই বার্তা সমাজে ছড়িয়ে পড়ুক এ চিন্তা-ভাবনা নিয়ে আমরা কাজ করে চলেছি’।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *