January 11, 2025

বিনা পোষাকেই জগত্ ভ্রমণ এই দম্পতির

1 min read

জগৎ দেখার সাধ সকলেরই থাকে। বেলজিয়ামের এই দম্পতি দুনিয়া দেখে বেড়ান সম্পূর্ণ বিনা পোশাকে। অর্থাৎ নগ্ন হয়ে। এখনও পর্যন্ত অস্ট্রিয়া, ব্রাজিল, ইটালি, লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, গ্রিসের মতো দেশ দেখে ফেলেছেন নগ্ন এই দম্পতি। প্রথম প্রথম একটু অসুবিধা হত। কিন্তু বেশিরভাগ স্থানেই মানুষ তাঁদের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, কটূক্তি কিছু শুনতে হয়েছে। কিন্তু তাতে দমে যাননি নিক ও লিন্স। বরং নগ্নতাতেই এখন তাঁরা বেশি সাবলীল। শুরুটা একটু আকস্মিক ভাবেই হয়েছিল নিক ও লিন্সের। অজান্তেই তাঁরা একটি নগ্ন স্টিম বাথ বুক করে ফেলেছিলেন। কিন্তু সেখানে গিয়ে দু’জনের নগ্নতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পালটে যায়। এরপরই বেলজিয়ামের দম্পতি ঠিক করেন মুক্ত শরীর নিয়েই সারা বিশ্ব ঘুরে বেড়াবেন তাঁরা। যাতে শালীন-অশালীনের সীমা পেরিয়ে মানুষের কাছে নগ্নতার প্রকৃত অর্থ পৌঁছে দেওয়া যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *