January 11, 2025

ভিন্ন বৈশিষ্ট্যের শারদীয়া দুর্গা পুজো দেবীঝোড়া চা বাগানের পূজা

1 min read
জয়দেব গোপ চোপড়া:জেলা, তথা চোপড়া ব্লকের ভিন্ন বৈশিষ্ট্যের শারদীয়া দুর্গা পুজো দেবীঝোড়া চা বাগানের পূজা।সাবেক পশ্চিম দিনাজপুর জেলার একমাত্র চা বাগান দেবীঝোড়া চা বাগান, যা ১৯২৬ সালে হয়েছে। সীমান্ত ঘেঁষা সবুজ চা বাগানের মাঝে অনুষ্ঠিত হয় এই পূজা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 শুধু চা বাগানের শ্রমিক কর্মচারীদের দেওয়া অর্থেই  এই পূজা অনুষ্ঠিত হয়।এবার এই পূজা ৫০বছরে পা দিল।পুজো কমিটির সম্পাদক অনন্ত দেব শর্মা জানান, এবার তাদের ৫০তম বর্ষ।তাদের পুজোর মূল আকর্ষণ আদিবাসী নৃত্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ঢাক সানাইয়ের তালে তালে মাদল ধামসার বোল যেন এখানকার আকাশে বাতাসে  নতুন শিহরণ এনে দেয়। তাই চোপড়ার বিভিন্ন এলাকার দর্শনার্থীরা দলে দলে ছুটে যান দেবীঝোড়ার পুজো দেখতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অষ্টমিতে মূল আকর্ষণ আদিবাসী নৃত্য ও লোকসংস্কৃতির অনুষ্ঠান । নবমীতে বসবে মেলা ।এছাড়াও থাকবে প্রাসাদ বিতরণ।জানান পুজো কমিটির সম্পাদক  সভাপতি অনন্ত দেব শর্মা ও দেবাশীষ রায়।
এই পুজো ব্যাপারে উত্তর দিনাজপুর তৃনমূল কংগ্রেস  চা মজদুর উনিয়নের সম্পাদক দিপক রায় জানান,আমরা ছোট বেলা থেকে এই পুজো দেখে আসছি ।
আগে পুজোয় ৪দিনই বাইরে পর্দায় সিনেমা দেখাতো।ওই সিনেমা দেখতে বহু দূর দূরান্ত থেকে ভিড় জমাতো কিশোর যুবকরা।এবারে শ্রমিকরা ১৯.১০%বোনাস পেয়েছে ।তাই খুশির হাওয়া।এই পুজোর মূল আকর্ষণ ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *