ধর্ষণ বলে কিছু নেই ইন্ডাস্ট্রিতে সব বাজে কথা
1 min read
ধর্ষণ বলে কিছু নেই ইন্ডাস্ট্রিতে সব বাজে কথা।সোশ্যাল মিডিয়ায় মুভমেন্ট নিয়ে মন্তব্য করলেন শিল্পা শিন্ডে। তার মতে ধর্ষণ বলে কিছু হয় না। এই ইন্ডাস্ট্রিতে ধর্ষণের কোনও সংজ্ঞা নেই। যা হয় সবটাই মিউচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই হয়। বছর খানেক আগে তিনি দাবি করেছিলেন, ‘ভাবিজী ঘর পর হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক তাকে যৌন হেনস্থা করেছিলেন। সেই নিয়ে কম পানিঘোলা হয়নি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার মতে তিনি যৌন হেনস্থার ভিক্টিম ছিলেন। তার সত্ত্বেও #MeToo মুভমেন্ট নিয়ে শিল্পার এই মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।শিল্পা জানিয়েছেন, ‘”যৌন হেনস্তা “এসব বাজে কথা। সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমারই রয়েছে। ব্যাপারটা একদমই সাধারণ। তোমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে তখনই বলো। সেই মুহূর্তেই দোষীর বিরুদ্ধে রুখেদাঁড়াও। পরে এই হেনস্থার কথা বলে কোনও লাভ নেই। হেনস্থার অনেক পরে তুমি যদি নিজের আওয়াজ তোলো তাহলে সেটা অকার্যকর। শুধু শুধু গসিপ করে, সোশ্যাল মিডিয়ায় এক দুদিনের জন্য হাহাকার হয় তারপর সবাই ভুলে যায়।’ তিনি বলতে থাকেন, ‘মানছি আমাদের ইন্ডাস্ট্রি খুব ভালো নয়, কিন্তু এতটাও খারাপ নয়। আর আমি বুঝতে পারছি এত নারীরা নিজেদের বদনাম কেন করছে? সবাই খারাপ হয় নাকি? এটা হতে পারে? এরকম হয় না কখনও। পুরোটাই তোমার উপর নির্ভর করছে। সামনের জন কীভাবে রিঅ্যাক্ট করছে আর তুমি সেটার উত্তর কীভাবে দিচ্ছ। এটা আসলে দেওয়া-নেওয়ার মতো। আর এই ধর্ষণ বলে কিছুই হয় না। তুমি যা চাইবে তোমার সঙ্গে সেটাই হবে। তুমি যদি হেনস্থা হতে না চাও তাহলে সেই জায়গা থেকে সরে দাঁড়াও।’ শিল্পার এই মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেন। তাদের কথায়, শিল্পা যখন এক-দেড় বছর আগে নিজের যৌন হেনস্থা নিয়ে কথা বলেছিল, তখন তো তিনি একবারও বলেননি যে ধর্ষণ কিংবা জোরজবরদস্তি বলে কিছু হয় না। তিনি নিজের এমন মন্তব্যে প্রত্যেকটি নারীকে অপমান করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});