January 10, 2025

যুববিজ্ঞানী সম্মানে আন্তর্জাতিক সন্মান পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডঃ তাপস পালকে ২০১৮সালের জন্য ইয়ং সায়েন্টিস্ট এওয়ার্ডের আন্তর্জাতিক সম্মান দিলো ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ রিসার্চ এন্ড ডেভলপ মেন্ট অর্গানাইজেশন।সহযোগিতায় রাজস্থানের গুরুকুল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।গত রবিবার গোয়ায় রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের এই কৃতী অধ্যাপক ডঃ তাপস পালের হাতে এই আন্তর্জাতিক দুর্লভ সন্মানটি তুলে দেন গুজরাটের গুরু  গোবিন্দ  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এম কে পাদালিয়া এবং ঘানা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ ব্রাইড ন্যামেকে। 
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডঃ তাপস পাল বলেন তিনি এই পুরস্কার পাবার পূর্বে বেশ কয়েকটি পুরস্কার তিনি পেয়েছেন।শুধু তাই নয় তিন তিনবার রাষ্ট্রপুঞ্জের  সেমিনারে অংশগ্রহণ করেছেন।এছাড়াও থাইল্যান্ড,ইন্দোনেশিয়া,সাউথ করিয়াতেও বিভিন্ন গবেষণামূলক সেমিনারে অংশ নিয়েছেন। অধ্যাপক তাপস পাল বলেন তিনি ইতিমধ্যেই ১২টি দেশের ৯৫টি রিসার্চ ও জার্নালের সাথে যুক্ত হতে পেরেছেন।জেলার গর্ব তথা রায়গঞ্জের ভূমিপুত্র তাপস পাল বলেন তিনি যেহেতু ভূগোলের অধ্যাপক তাই এই রাজ্যের ভৌগোলিক চিত্র জানতে এবং বিভিন্ন জঙ্গল থেকে তথ্য সংগ্রহের জন্য ৩৭দিন এক নাগাড়ে ৬৫০০ কিলো মিটার মোটর বাইকে ঘুরেছেন।এই নিয়ে একটি ডাইরী বের হয়েছে যার নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সফরে ভুগোল বীদের ডাইরী।তিনি আদিবাসী সম্প্রদায় ভুক্ত বুকপা সম্প্রদায়দের নিয়ে গবেষণা করে ২০১৫ সালে ফেলোশিপ পেয়েছেন বলে জানান। তাপসবাবু বলেন এই স্বল্প পরিসর সময়ের মধ্যে তিনি ২০১৮সাল পর্যন্ত ১০টি সম্মান পেয়েছেন।তিনি বলেন পুরস্কার বা সন্মান  যে যেকাজের জন্যই পেয়ে থাকুক সেই ব্যক্তিকে সেই কাজে আত্মনিযোগ করে কাজ করবার উৎস জুগিয়ে থাকে ভবিষ্যতে আর ও এগিয়ে যাবার অক্সিজেন সব সময়ের জন্য দিয়ে যায়।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভূঁইমালি বলেন অধ্যাপক তাপস পাল আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকই শুধু  নয় ও এই বিশ্ববিদ্যালয়ের সম্পদ।আমরা সবাই ওর এই সন্মান পাওয়ায় গর্বিত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *