বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা সর্বভারতীয় নৃত্য প্রতিযোগীতায় প্ৰথম
1 min read
তপন চক্রবর্তী,–কালিয়াগঞ্জ--ছত্রিশগরের ভিলাইয়ে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা দাস।জানা যায় শিশু নৃত্য শিল্পী অদ্রিজার একটি পাযে প্লাস্টিকের ব্রেস লাগানো নিয়েই সে নৃত্য সাধনা করে আসছে।
নৃত্য শিল্পী অদ্রিজার বাবা অরুপ দাস বলেন অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন ও ভারত সংস্কৃতি মহোৎসব সংস্থার উদ্যোগে এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।জানা যায় অদ্রিজা ইন্টারন্যাশনাল একসিলেন্সি পেয়ে দুবাইয়ে নৃত্য প্রতিযোগিতায় যাবার জন্য মনোনিত হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সংবাদে উত্তর দিনাজপুর জেলা তথা কালিয়াগঞ্জের সংস্কৃতি প্রিয় মানুষ অদ্রিজাকে অভিনন্দন জানিয়েছে।উত্তরবঙ্গের বর্ষীয়ান নৃত্য শিক্ষিকা বাণী চক্রবর্তীর কাছে অদ্রিজা নৃত্যের তালিম নিয়ে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});