কালিয়াগঞ্জের তরঙ্গপুরে স্বনির্ভর মহিলা দের দেওয়া হল হাসের বাচ্চা
1 min read
সত্যেন মহন্ত ( তুফান) :- কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও কালিয়াগঞ্জ ব্লক প্রানী সম্পদ বিকাশ দপ্তর থেকে ৪০০ জন স্বনির্ভর মহিলা কে ও মোট ৪০০০ হাজার হাসের বাচ্চা দেওয়া হলো। এদিন কালিয়াগঞ্জ তরঙ্গপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বনির্ভ গোষ্টীর মহিলাদের হাতে হাসের ছানা তুলে দেওয়া হয়।
এদিন উনুষ্ঠানে উপিস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ,প্রানী সম্পদ বিকাশ দপ্তরের ডাঃ দেবাশীষ মুর্মু,এবং কালিয়াগঞ্জ ব্লকের পপঞ্চায়েত সদস্যরা ও বিশিষ্ট সমাজসেবী বাপা সরকার আরও অনেকেই।
এদিন হাসের ছানা পেয়ে খুশি স্বনির্ভ গোষ্টির মহিলারা।