গণেশ পুজোর উদ্বোধন করে ফুটবল খেলায় উপস্থিত কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়
1 min readগণেশ পুজোর উদ্বোধন করে ফুটবল খেলায় উপস্থিত কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়
তন্ময় চক্রবর্তী। আজ গণেশ চতুর্দশি উপলক্ষে ফালাকাটা ধুপগুড়ি মোড় আমরা সবাই ক্লাব এর পরিচালনায় গণেশ পূজার উদ্বোধন করলেন প্রদীপ জ্বালিয়ে কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়। এছাড়া এদিন বিধায়ক সৌমেন রায় আলিপুরদুয়ার জংশন তৃণমূল কংগ্রেস এবং চেছাখেতা ১ নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
তিন দিনব্যাপী আট দলীয় মা মাটি মানুষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
আজকের এই ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ভীষন উৎসাহ। এদিন বিধায়ককে দেখা যায় সকলের মাঝে মিশে গিয়ে সকলকে আপন করে নিতে।বিধায়কের এহেন ভূমিকায় খুশি এলাকার সাধারন মানুষ ।