রায়গঞ্জে কুলদাকান্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রখ্যাত ফুটবলার হেমন্ত ডোরা
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-– উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর ঐতিহ্যবাহী কুলদা কান্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করতে আসছেন প্রখ্যাত ফুটবলার হেমন্ত ডোরা। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান শনিবার রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে ঐতিহ্যবাহী কুলোদা কান্ত ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত হন রায়গঞ্জের বিভিন্ন ক্রীড়া সংস্থার সম্পাদকগনের সাথে এলাকার প্রবীণ ও নবীন খেলোয়ারগন।উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম।সাংসদ সেলিম বলেন এই রায়গঞ্জের ঐতিহ্যবাহী কুলোদা কান্ত ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য তিনি সব রকম সাহায্য করবেন বলে জানান।রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস বলেন রায়গঞ্জ পৌরসভা ঐতিহ্যবাহী কুলদা কান্ত ফুটবল টুর্নামেন্টের খেলার ব্যাপারে তার পাশে আছে।উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন রায়গঞ্জের এই ফুটবল টুর্নামেন্টের সাথে উত্তর দিনাজপুর জেলার সন্মান জড়িয়ে আছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাই এই ফুটবল টুর্নামেন্টের খেলা যাতে সম্পুর্ন ভাবে সফল হতে পারে তার জন্য তার সংস্থার পক্ষ থেকে সব রকম সহ যোগীতা থাকবে।রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন মোট সাতটি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করলেও একটি দল ভিন্ন রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই থেকে খেলতে আসছে ।অরিজিৎ বাবু বলেন তাদের ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন প্রতিদিন দুইজন করে বিশিষ্ট খেলোয়াড়দের সম্বর্ধনা দেবার ব্যবস্থা করা হয়েছে।তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানের দিন দুটি প্রদর্শনী ম্যাচের খেলা হবে।একটি মহিলাদের ফুটবল প্রদর্শনী খেলা এবং অপরটি প্রবীণ খেলোয়াড়দের নিয়ে একটি প্রদর্শনী খেলা।৮৫তম ঐতিহ্যবাহী কুলোদা কান্ত ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হবে আগামী ১৬ই ডিসেম্বর। চলবে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অপূর্ব ঘোষ,বিশিষ্ট চিকিৎসক ডাঃ জয়ন্ত ভট্টাচার্য্য,ভোলা পাল, হিমাদ্রি সরকার,দিলীপ বোস, রাজা নাগ ও মনি রায়।জানা যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত ৮৫ তম কুলোদা কান্ত শিল্ড ফুটবল টুর্নামেন্ট কে কেন্দ্র করে একটি স্যুভেনির প্রকাশের সিদ্ধান্ত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});