দীপাবলী উৎসবের অন্তিম সাংস্কৃতিক মঞ্চ কাপলেন খুদে মিষ্টু, তোরা ও বর্ষার নৃত্য
1 min read
তন্ময় দাস,উত্তর দিনাজপুরঃ “আমায় একটু জায়গা দাও মায়ের মন্দরে বসি ” মান্না দের এই মন কারানো শ্যামা সঙ্গীতে য়খন মায়ের মন্দিরে মা কে নির্মল ভাবে পার্থনা করতে উত্তর দিনাজপুর জেলার ব্যস্ত সকল ভক্তর, হয়তো আর পাঁচটা ক্লাবের মতো বাজে থাকে না উত্তর দিনাজপুর জেলার কালিবাড়ি “বিল্পবী সংঘের ”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
“চাই না মাগো রাজা হতে রাজা হবার সাধ নেই মা ” রামপ্রসাদের এই মাতৃত্ব বন্ধনা কে সামনে রেখে খুদে শিল্পী মিষ্টু, তোরা ও বর্ষার নৃত্য মুদ্ধ সাধারণ একালাবাসি থেকে সকলে। দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কালিবাড়ি গ্রাম শুরু হয়েছে দীপাবলী উৎসব আজ ছিল তার অন্তিম দিন ।রামপ্রসাদ,বামাক্ষেপা,ও রামকৃষ্ণ এর কন্ঠের সেই গীতাবিতান ও সঞ্চায়িতার পুথিগত ছাপা অক্ষরে বন্ধ না থেকে সমাজ চেতনা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পথকে বেছে নিয়েছেন মা এর সন্তানরা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখয, বৃষ্টির অভাবে মাঠের জমি পরে রয়েছে চিন্তায় এলাকার সাধারণ মানুষ এই সবের মাঝেও একরাশ ভালোবাসা তে বিভোর শ্যামা মায়ের সন্তানরা অভাব অনটনের মধ্যে দিয়েও বেঁচে থাকার সংগ্রামে কিছুটা ঠাঁই পায় অন্য গ্রামের তুলনায় তাল,ছন্দ,সুর গ্রিস্মের পর শীতের রোদে কৃষকের লাঙ্গল দিগন্তের বিস্তৃত জমিতে লিখে রাখে ঝলসানো শুকনো পুরা রুটির ইতিহাস ও মুড়ি পান্তার আর কাঁচা লঙ্কা পেঁয়াজের ঝাঁঝ। এক সময় পুঁথিগত শিক্ষার আলো থেকে আনেক দূরে বসবাস করত সমাজ ও সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয় এখন। ছিল ছোট থেকে বড় সকলের নাচ,গানে আনন্দের জোয়ার
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});